এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক-জাতিকার শনির সাড়েসাতির তৃতীয় চরণ চলছে, তাই আমার একান্ত অনুরোধ, সত্যের পথে চলুন, কোনওরকম তুকতাকে থাকবেন না। সর্বক্ষেত্রে সফলতা আসবে, কারণ এই মুহূর্তে আপনাদের জন্য সততা ছাড়া আর কোনও প্রতিকার নেই। অনেকে হয়তো পাথর, কবচ ইত্যাদি বিক্রি করতে চাইবে, কিন্তু আমি বলব এসবের কোনও প্রয়োজন নেই। এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখুন, তাহলেই সর্বক্ষেত্রে সফলতা আসবে।
এ মাসের শুরুতে কোনও বিশেষ কারণবশত মানসিক বিধ্বস্ততায় ভুগতে পারেন। একই সাথে শারীরিক দুর্বলতাও দেখা দিতে পারে। তবে চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সমস্ত স্তরের শিক্ষক-শিক্ষিকাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক হতে পারে। সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, অর্থাৎ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কিছু জাতক-জাতিকার ভ্রাতা-ভগিনীর সান্নিধ্যে নানা উন্নতিসহ নতুন কর্ম লাভের সম্ভাবনা প্রবল। কিছু জাতক-জাতিকার কর্মস্থলে ভ্রাতৃস্থানীয় কিছু ব্যক্তির দ্বারা নানাভাবে যশখ্যাতি বৃদ্ধির সম্ভাবনা।
যাঁরা প্রমোটিং করছেন অথবা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তাঁরা হয়তো হঠাৎই নানারকম বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের পর ক্রমশ ওই বাধা-বিপত্তিগুলো দূর হয়ে যাবে এবং আপনি খুব নিশ্চিন্তে আপনার গৃহকর্মের কাজগুলি সম্পন্ন করতে পারবেন।
বিদ্যার্থীদের বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কারও হয়তো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, সমস্ত রাশির জাতক-জাতিকার শত্রুরা দীর্ঘস্থায়ী হয়ে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টিভঙ্গির কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকা গণের কোনও শত্রুই দীর্ঘস্থায়ী হয় না। শত্রু দীর্ঘস্থায়ী না হওয়ার কারণে বহু ক্ষেত্রে এরা সহজেই পৌঁছে যায় এদের সঠিক লক্ষ্যে।
অবশ্য একথাও সত্যি, স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার মধ্যে মতপার্থক্য লেগেই থাকে। তবে একথা সত্যি, এদের জায়া অর্থাৎ জাতকের স্ত্রী এবং জাতিকার স্বামী বেশিরভাগ ক্ষেত্রেই দাম্ভিক এবং সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে, ফলে মতপার্থক্য থাকলেও এক্ষেত্রে এরা সুখীই হয়ে থাকে।
এই মুহূর্তে ভাগ্যোদয়ের পথে সামান্য বাধা আসতে পারে। তবে চিন্তা করবেন না, আগামী ১৬ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ক্রমশ নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী, বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে পদোন্নতিসহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময়মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই দ্বিতীয়বার আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৪০০-র বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন, আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনও সন্দেহ নেই।
কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা: এ মাসের ১, ২ এবং ৩ তারিখ মনকে শান্ত রাখবেন, কারণ ওই দিনগুলোতে আপনার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে, অর্থাৎ নানাভাবে সাফল্যে বাধা আসতে পারে। সেই সঙ্গে আগামী ২৯ এবং ৩০শে সেপ্টেম্বর ২০২৫ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলোতে প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন।
কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা: আগামী ১৪, ১৫ এবং ১৬ই সেপ্টেম্বর ২০২৫ নিজের মনকে শক্ত রাখবেন, কারণ ওই দিনগুলোতে আপনার হয়তো কোনও বিশেষ প্রাপ্তিতে বাধা আসতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলোতে বিশেষ আশা করবেন না। যদি কোনও পাওনা আদায়ের থাকে অথবা প্রাপ্তির সম্ভাবনা থাকে, তাহলে ওই দিনগুলিকে বাদ দিয়ে অর্থাৎ ১৩ই সেপ্টেম্বরের আগে অথবা ১৭ই সেপ্টেম্বরের পর সেই কাজগুলি করুন, অর্থাৎ প্রাপ্তির চেষ্টা করুন, অবশ্যই সফল হবেন।
অবশ্য এ মাসের ৪টি দিন অর্থাৎ আগামী ১৭, ১৮, ২৪ এবং ২৫শে সেপ্টেম্বর ২০২৫ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন ১৭ই সেপ্টেম্বর ২০২৫ বিশেষ পূজা-পাঠ, দীক্ষা গ্রহণ; ২৫শে সেপ্টেম্বর সাধারণ পূজা-পাঠ; কিন্তু আগামী ১৮ এবং ২৪শে সেপ্টেম্বর ২০২৫ নিজের শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন, বিশেষ পূজার্চনা, শিশুর নামকরণ, মুখ্যান্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদিপশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয়, দীক্ষাদান, দীক্ষাগ্রহণ, কুমারী নায়িকাভেদন, শান্তিস্বস্ত্যয়ন, শিল্প, বাণিজ্য আরম্ভ, বিপণ্যারম্ভ, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণদান, ঋণগ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। মনে রাখবেন, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না, তাই শুভক্ষণটি জেনে নিতে ভুলবেন না। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন অথবা আমার ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন। মোবাইল নম্বর এবং ওয়েবসাইট আইডি স্ক্রিনে দেওয়া আছে।
নিঃশুল্ক প্রতিকার: কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কুকুরকে একটি পাত্রে খেতে দিন দুধ এবং রুটি। সেইসঙ্গে বাছুরসহ গরুকে খেতে দিন গুড়, রুটি এবং জল। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনওরকম ধন-ঐশ্বর্যের অভাব দেখতে হবে না।
তাছাড়া, কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং লাল, শুভ সংখ্যা ২ এবং ৫, শুভদিন মঙ্গলবার এবং শুক্রবার। সেই সঙ্গে সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রতি শনিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণাকালীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
লেখাটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
Tools