১২. মীন রাশি: এখন বলব মীন রাশি অর্থাৎ ২০২৫-এর সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে মীন রাশির শনির সাড়েসাতির মধ্যম চরণ চলছে। কাজেই অনেক ক্ষেত্রেই কিছু বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, মানসিক দুশ্চিন্তার উদ্রেক হতে পারে। তবে যাঁরা সত্যের পথে চলবেন, নিষ্ঠার পথে চলবেন, তাঁরা তেমন কোনও বাধা প্রাপ্ত হবেন না বলেই আমার বিশ্বাস। আরেকটি কথা, এই ভিডিওটির এন্ড স্ক্রিনে দুটি ভিডিও দেওয়া থাকবে, সেই দুটি অবশ্যই দেখবেন। আশা করি এই মুহূর্তে আপনার কী কী করা উচিত, সেটি আপনি বুঝে নিতে পারবেন। তবে অহেতুক পাথর, কবচ ইত্যাদি কিনতে যাবেন না, এতে আপনার অর্থ অপচয় ছাড়া আর কিছুই হবে না।

যাই হোক, বেশ কিছু দিন ধরেই সম্পত্তি বৃদ্ধির একটি নেশা আপনার মনে উৎপন্ন হয়েছে। কিছু জাতক-জাতিকা স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিনে ফেলেছেন, আবার কেউ কিনবার জন্য মনস্থির করে ফেলেছেন। কিনুন, কিনতে কোনও আপত্তি নেই। তবে যা-ই কিনুন না কেন, যাচাই করে খোঁজখবর নিয়ে নেবেন। চটজলদি কিছু করবেন না। তবে একথা সত্যি, আগামী ১৭ই সেপ্টেম্বর ২০২৫-এর পর মীন রাশির বেশ কিছু জাতক-জাতিকার গৃহ সমস্যা অর্থাৎ বাসস্থানের সমস্যা দূর হতে পারে। কেউ পেতে পারেন নিজের অথবা শাশুড়ি মায়ের সম্পত্তি। তাছাড়া, বাণিজ্যিক ক্ষেত্রে নানা উন্নতিসহ ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল। নিজের বা শাশুড়ি মায়ের সুপরামর্শ তথা উপস্থিত বুদ্ধির দক্ষতায় কিছু জাতক-জাতিকার হঠাৎই খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা।

এ মাসের শুরুতে বিদ্যার্থীদের বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা। কেউ পেতে পারেন স্কলারশিপ বা ওই ধরনের কোনও অনুদান। কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততির ঘটতে পারে নতুন কর্মসংস্থান। তবে এটি তখনই সম্ভব, যখন মীন রাশির জাতক-জাতিকারা তাঁদের সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন এবং সময় দেবেন। কারণ অনুসন্ধানে লক্ষ্য করেছি, মীন রাশির জাতক-জাতিকাগণ সন্তান-সন্ততির প্রতি লক্ষ্য না রাখার দরুন অনেক সময় তাঁদের সন্তান-সন্ততি মেধাবী হওয়া সত্ত্বেও ঠিকমতো উন্নতি করতে পারে না।


বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময়মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই দ্বিতীয়বার আমার ভিডিওগুলো দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৪০০-র বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।

মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন, আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনও সন্দেহ নেই।


মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী ৬, ৭ এবং ৮ই সেপ্টেম্বর ২০২৫ সতর্ক থাকবেন। প্রতিটি পদক্ষেপের পূর্বে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নিশ্চিত সাফল্যে বাধা আসতে পারে। সেই সঙ্গে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলোতে খুব বুঝে শুনে পদক্ষেপ করবেন, অন্যথায় ঠকে যেতে পারেন।

অবশ্য, এ মাসের ৪টি দিন অর্থাৎ আগামী ১৭, ১৮, ২৪ এবং ২৫শে সেপ্টেম্বর ২০২৫ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন ১৭ই সেপ্টেম্বর ২০২৫ বিশেষ পূজা-পাঠ, দীক্ষা গ্রহণ; ২৫শে সেপ্টেম্বর সাধারণ পূজা-পাঠ; কিন্তু আগামী ১৮ এবং ২৪শে সেপ্টেম্বর ২০২৫ নিজের শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন, বিশেষ পূজার্চনা, শিশুর নামকরণ, মুখ্যান্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদিপশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয়, দীক্ষাদান, দীক্ষাগ্রহণ, কুমারী নায়িকাভেদন, শান্তিস্বস্ত্যয়ন, শিল্প, বাণিজ্য আরম্ভ, বিপণ্যারম্ভ, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণদান, ঋণগ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। মনে রাখবেন, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না, তাই শুভক্ষণটি জেনে নিতে ভুলবেন না। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন অথবা আমার ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন। মোবাইল নম্বর এবং ওয়েবসাইট আইডি স্ক্রিনে দেওয়া আছে।


নিঃশুল্ক প্রতিকার: মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকারা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিন। যাঁরা শহরে থাকেন, সহসা গরু বা শালিক পাখি দেখতে পান না, তাঁরা একজোড়া শালিক পাখির ছবি অথবা মূর্তির সামনে পবিত্র খাবার এবং জল খেতে দিতে পারেন। সেই সঙ্গে চীনামাটি বা পাথরের সাদা বাছুরসহ গরু এনে তাদের সামনে দুটি পাত্রে গুড় এবং রুটি খেতে দিতে পারেন। প্রতিদিন পাল্টে দেবেন। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন, জীবদ্দশায় কোনওরকম অর্থের অভাব দেখতে হবে না।


এছাড়া, মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাদের জন্য শুভ রঙ লাল এবং হলুদ, শুভ সংখ্যা ৫ এবং ৭, শুভদিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।

ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top