৮ থেকে ১৪ই সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে জন্ম শিশুর ভবিষ্যদ্বাণীসহ দিনপঞ্জিকা

৮ই সেপ্টেম্বর ২০২৫, সোমবার

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ৮ই সেপ্টেম্বর ২০২৫, বঙ্গাব্দের ২২শে ভাদ্র ১৪৩২, সোমবার। সূর্যোদয় ভোর ৫:২৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫:৪৪ মিনিটে। তিথি শুক্লা পক্ষ প্রতিপদ, হিন্দি বিক্রম সংবৎ আশ্বিন ২০৮২। তিথি থাকবে রাত ১০:২৩ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা দ্বিতীয়া।

আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, সিংহ যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের ‘গ’, ‘শ’ অথবা ‘স’ দিয়ে নাম রাখা যেতে পারে। কিন্তু আগামীকাল দুপুর ২:২৯ মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে মীন রাশি, বিপ্রবর্ণ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, সিংহ যোনি। বিংশোত্তরী মতে তাদেরও জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। তবে, রাত ৮:০৩ মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, গো যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়। এদের যদি ‘দ’, ‘চ’, ‘ঝ’ অথবা ‘ঞ’ দিয়ে নাম রাখা যায়, তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ, নৌকা চালন, নৌকা যাত্রা, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, বীজবপন, বৃক্ষাদি রোপণ, গবাদিপশু ক্রয়-বিক্রয়, কুমারী নায়িকাভেদন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।


৯ই সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ৯ই সেপ্টেম্বর ২০২৫, বঙ্গাব্দের ২৩শে ভাদ্র ১৪৩২, মঙ্গলবার। সূর্যোদয় ভোর ৫:২৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫:৪৩ মিনিটে। তিথি শুক্লা পক্ষ দ্বিতীয়া, হিন্দি বিক্রম সংবৎ আশ্বিন ২০৮২। তিথি থাকবে রাত ৮:৩১ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা তৃতীয়া।

আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে মীন রাশি, বিপ্রবর্ণ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, গো যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়। কিন্তু সন্ধ্যা ৬:০৭ মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে রেবতী নক্ষত্র, দেবগণ, হস্তি যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের যদি ‘দ’, ‘চ’, ‘ঝ’ অথবা ‘ঞ’ দিয়ে নাম রাখা যায়, তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

আগামীকালের শুভক্ষণে হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের জাতক-জাতিকার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি, নবদম্পতি অবশ্যই সুখী হবে।


১০ই সেপ্টেম্বর ২০২৫, বুধবার

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ১০ই সেপ্টেম্বর ২০২৫, বঙ্গাব্দের ২৪শে ভাদ্র ১৪৩২, বুধবার। সূর্যোদয় ভোর ৫:২৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫:৪২ মিনিটে। তিথি শুক্লা পক্ষ তৃতীয়া, হিন্দি বিক্রম সংবৎ আশ্বিন ২০৮২। তিথি থাকবে সন্ধ্যা ৬:২৩ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা চতুর্থী।

আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে মীন রাশি, বিপ্রবর্ণ, রেবতী নক্ষত্র, দেবগণ, হস্তি যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের ‘দ’, ‘চ’, ‘ঝ’ অথবা ‘ঞ’ দিয়ে নাম রাখা যেতে পারে। কিন্তু বিকেল ৪:০৩ মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, ঘোটক যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। এদের যদি ‘অ’ অথবা ‘ল’ দিয়ে নাম রাখা যায়, তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ, শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ কারণ, ঔষধ সেবন, বাহন ক্রয়-বিক্রয়, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যাহ, বিপণ্যারম্ভ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, বীজবপন, বৃক্ষাদি রোপণ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, বাণিজ্যারম্ভ, ঋণ গ্রহণ, ঋণ দান, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।

বিঃ দ্রঃ বন্ধু, আগামীকাল রাত ৭:২৮ মিনিটের পর থেকে আগামী পরশু সকাল ৮:৫০ মিনিট পর্যন্ত চন্দ্র দর্শন অর্থাৎ চাঁদ না দেখাই শ্রেয়। কারণ প্রাচীন পণ্ডিতগণের মতে, ওই চাঁদকে ‘নষ্টাচন্দ্র’ বলা হয় এবং ওই সময়ে চাঁদ দর্শনে নানাভাবে ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে।


১১ই সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ১১ই সেপ্টেম্বর ২০২৫, বঙ্গাব্দের ২৫শে ভাদ্র ১৪৩২, বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর ৫:২৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫:৪১ মিনিটে। তিথি শুক্লা পক্ষ চতুর্থী, হিন্দি বিক্রম সংবৎ আশ্বিন ২০৮২। তিথি থাকবে বিকেল ৪:০৫ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী।

আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, ঘোটক যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। কিন্তু দুপুর ১:৫৮ মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে ভরণী নক্ষত্র, নরগণ, হস্তি যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। এদের যদি ‘অ’ অথবা ‘ল’ দিয়ে নাম রাখা যায়, তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ, নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, ঋণ গ্রহণ, ঋণ দান, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, শিল্পারম্ভ, বাণিজ্যারম্ভ, পুণ্যাহ, বিপণ্যারম্ভ, দেবতা গঠন, ঔষধ কারণ, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, গাত্রহরিদ্রা, অব্যুঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।


১২ই সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ১২ই সেপ্টেম্বর ২০২৫, বঙ্গাব্দের ২৬শে ভাদ্র ১৪৩২, শুক্রবার। সূর্যোদয় ভোর ৫:২৬ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫:৪০ মিনিটে। তিথি শুক্লা পক্ষ পঞ্চমী, হিন্দি বিক্রম সংবৎ আশ্বিন ২০৮২। তিথি থাকবে দুপুর ১:৪০ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী।

আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, ভরণী নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, হস্তি যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু বেলা ১১:৫৯ মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে কৃত্তিকা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, মেষ যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়। এদের ‘অ’ অথবা ‘ল’ দিয়ে নাম রাখা যেতে পারে। এবং বিকেল ৫:৩১ মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, কৃত্তিকা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, মেষ যোনি। বিংশোত্তরী মতে তাদেরও জন্ম হবে রবির মহাদশায়। এদের যদি ‘উ’, ‘ব’, ‘ই’, ‘এ’ অথবা ‘ও’ দিয়ে নাম রাখা যায়, তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, বৃক্ষাদি রোপণ, বীজবপন, দেবতা গঠন, গবাদিপশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয়, বাণিজ্যারম্ভ, শিল্পারম্ভ, নাট্যারম্ভ, পুণ্যাহ, বিপণ্যারম্ভ, গাত্রহরিদ্রা, অব্যুঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।


১৩ই সেপ্টেম্বর ২০২৫, শনিবার

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ১৩ই সেপ্টেম্বর ২০২৫, বঙ্গাব্দের ২৭শে ভাদ্র ১৪৩২, শনিবার। সূর্যোদয় ভোর ৫:২৬ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫:৪৯ মিনিটে। তিথি শুক্লা পক্ষ ষষ্ঠী, হিন্দি বিক্রম সংবৎ আশ্বিন ২০৮২। তিথি থাকবে বেলা ১১:১৩ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা সপ্তমী।

আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, কৃত্তিকা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, মেষ যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়। কিন্তু বেলা ১০:৪২ মিনিটের পর যাদের জন্ম হবে, তাদেরও হবে বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, সর্প যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। এদের যদি ‘উ’, ‘ব’, ‘ই’, ‘এ’ অথবা ‘ও’ দিয়ে নাম রাখা যায়, তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ, হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব্যুঢ়ান্ন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি, নবদম্পতি অবশ্যই সুখী হবে।


১৪ই সেপ্টেম্বর ২০২৫, রবিবার

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ১৪ই সেপ্টেম্বর ২০২৫, বঙ্গাব্দের ২৮শে ভাদ্র ১৪৩২, রবিবার। সূর্যোদয় ভোর ৫:২৬ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫:৩৮ মিনিটে। তিথি শুক্লা পক্ষ সপ্তমী, হিন্দি বিক্রম সংবৎ আশ্বিন ২০৮২। তিথি থাকবে বেলা ৮:৩০ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা অষ্টমী।

আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, রোহিণী নক্ষত্র, নরগণ, সর্প যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। কিন্তু রাত ৮:০৩ মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে মৃগশিরা নক্ষত্র, দেবগণ, সর্প যোনি। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। এদের যদি ‘উ’, ‘ব’, ‘ই’, ‘এ’ অথবা ‘ও’ দিয়ে নাম রাখা যায়, তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ, পুণ্যাহ, বিপণ্যারম্ভ, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ কারণ, ঔষধ সেবন, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন এবং হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব্যুঢ়ান্ন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।

বিঃ দ্রঃ অনুসন্ধানে লক্ষ্য করেছি, পৃথিবীর প্রতিটি মানুষই চান তার সন্তান সুস্থ, অজ্ঞাকারী, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই আশা অপূর্ণ থেকে যায়। এর প্রধান কারণ হলো অশুভ দিনক্ষণে শিশুর ভ্রূণের জন্ম দেওয়া। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই প্ল্যানিং সিজার করানো হয়। অর্থাৎ, আমরা কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে শুভক্ষণে শিশুটিকে মাতৃগর্ভ থেকে প্রসব করিয়ে থাকি এবং ওই শিশুটিকে মনের মতো মানুষ করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টাসহ অর্থ ব্যয় করে থাকি। কিন্তু তা সত্ত্বেও বহু ক্ষেত্রে দেখা গেছে, ওই সন্তানটি ঠিক মনের মতো হয়ে উঠতে পারলো না। আমরা হতাশ হয়ে মনে মনে ভাবি, ‘এটাই ছিল আমার ভাগ্যে’। না বন্ধু না। এই চিন্তাধারা সম্পূর্ণ ভুল। আসলে আমরা সঠিক সময়ে সঠিক ক্রিয়াটি করতে ভুলে যাই। অর্থাৎ, স্বামী-স্ত্রীর মিলনের পূর্বে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে মিলিত হওয়ার বিষয়টিই ভুলে যাই। কারণ যদি সঠিক সময়ে মিলন ঘটিয়ে ভ্রূণের জন্ম দেওয়া হয় এবং তারপর শুভ দিনক্ষণে সিজার করিয়ে শিশুটিকে মাতৃগর্ভ থেকে প্রসব করানো যায়, তাহলে ওই সন্তানটি অবশ্যই সুস্থ, অজ্ঞাকারী, সৌভাগ্যবান এবং সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জয়ী হয়ে বংশের নাম উজ্জ্বলকারী হবেই। এতে কোনো সন্দেহ নেই।

আরও বিস্তারিত জানবার জন্য ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন। মোবাইল নম্বর: ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২।

Google Account

Siddhapurush Dr. Devdut

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top