মেষ রাশি – আগস্ট ২০২৫ এ মেষ রাশির মাসিক রাশিফল সহ নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

আগস্ট মাসে মেষ রাশির পূর্বাভাস

আগস্ট মাসের শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা এবং কার্যক্ষমতা অন্যদের অবাক করে দেবে। কর্মক্ষেত্রে আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে বিশেষ পদমর্যাদা এনে দিতে পারে।

যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, তারা গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বিশেষ করে বড় ভাই বা বড় বোনের সান্নিধ্যে আর্থিক উন্নতি এবং নতুন আয়ের পথ খুলে যেতে পারে। যারা রিয়েল এস্টেট বা ব্রোকারি এর সাথে যুক্ত, তারা আগামী ৪ বা ৫ই জুলাই (সম্ভাব্য তারিখ) অসুস্থ হতে পারেন। তবে ভয় পাবেন না, দুই-এক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন।

শিক্ষার্থীদের বিদ্যায় নানা উন্নতি হবে এবং তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটবে। কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততি নতুন সম্পত্তি যেমন জমি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কিনতে পারে। তবে সম্পত্তি কেনার আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে নেবেন, কারণ ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর হবে। কারো জীবনে নতুন প্রেম আসতে পারে, তবে সতর্ক থাকবেন, প্রেমের ছলে চরিত্রহীনতার শিকার হতে পারেন, বিশেষ করে জাতিকাগণ। যাদের সন্তানের বয়স ১৬ বছরের নিচে, তাদের প্রতি নজর রাখুন, কারণ তারা সঙ্গদোষে বিপথগামী হতে পারে।

চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তিগণ সতর্ক থাকবেন, কারণ গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। ভেবেচিন্তে কাজ না করলে আইনি সমস্যায় জড়িয়ে পড়ার ঝুঁকি আছে।

কর্মচারী, আধিকারিক এবং প্রশাসনিক ব্যক্তিত্বদের জন্য মাসটি শুভ হলেও, আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে। যারা লটারি বা জুয়াতে আগ্রহী, তারা এ থেকে দূরে থাকুন, কারণ ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে কিছু জাতক-জাতিকা বয়স্ক ব্যক্তি যেমন ঠাকুমা, দাদু বা দিদিমার কাছ থেকে সম্পত্তি লাভ করতে পারেন।

শুভ-অশুভ দিন ও প্রতিকার

মেষ রাশির ভাই ও বোনেরা, আগামী ১৪, ১৫ এবং ১৬ই জুলাই ২০২৫ (সম্ভাব্য তারিখ) সতর্ক থাকবেন, কারণ এই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে। কোনো কথা বলার বা কাজ করার আগে একটু ভেবেচিন্তে নেবেন।

তবে ১লা জুলাই এবং ২১, ২২, ২৮ ও ২৯শে জুলাই ২০২৫ (সম্ভাব্য তারিখ) অত্যন্ত শুভদায়ক। এই শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো শুভ কাজ, যেমন বিবাহ, শিশুর অন্নপ্রাশন, নতুন কর্মে যোগদান বা ব্যবসা শুরু ইত্যাদি সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

সার্বিক টোটকা এবং প্রতিকার

মেষ রাশির জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ ও বস্ত্রে সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন। জীবন্ত পায়রা না পেলে একজোড়া সাদা মাটির বা চিনামাটির পায়রা কিনে এনে তাদের সামনে গম ও জল দিয়ে রাখুন। দেখবেন ক্রমশ সময় আপনার অনুকূল হয়ে উঠছে এবং জীবদ্দশায় অর্থের অভাব হবে না।

শুভ রং, সংখ্যা ও বিশেষ পূজা

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য:

  • শুভ রঙ: সাদা এবং নীল
  • শুভ সংখ্যা: ২ এবং ৮
  • শুভ দিন: শুক্রবার এবং শনিবার

এছাড়া, সবসময় একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে জীবনের সমস্ত বাধা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন। আরও বিস্তারিত জানবার ইছুক ব্যক্তি কল করতে পারেন।।

আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

জয় মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top