নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ২০২৫ সালের আগস্ট মাসে বৃষ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার এবং টোটকা।
আগস্ট মাসে বৃষ রাশির পূর্বাভাস
এই মাসের শুরু থেকেই নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, বিশেষ করে যারা ধাতু জাতীয় শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করুন, বারবার এই সুযোগ নাও পেতে পারেন।
বিবাহিত জাতকগণ শালি বা শ্যালকের সান্নিধ্যে নানাভাবে আনন্দ উপভোগ করতে পারেন। সেই সঙ্গে যারা ব্যবসা করছেন, তারাও উপকৃত হতে পারেন। কিছু জাতক-জাতিকা মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন, কেউ পেতে পারেন শ্বশুরালয় থেকে সম্পত্তি এবং কিছু জাতক-জাতিকা কিনে ফেলতে পারেন নতুন জমি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল।
সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসুস্থ হতে পারে। তবে ঘাবড়াবার কিছু নেই, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
শিক্ষার্থীদের মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, তবে চিন্তার কিছু নেই। আগামী ১৩ই আগস্টের পর ক্রমশ সবকিছু ঠিক হয়ে যাবে এবং পরীক্ষার ফলও ভালো হবে।
সুন্দর রূপী কিছু নিকট আত্মীয়ের গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। তাই সকলের কথা শুনবেন ঠিকই, কিন্তু কাজ করবেন নিজের চিন্তা-ভাবনা দিয়ে। স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক সুমধুর হতে পারে। কিছু জাতক-জাতিকার অনেক দিনের আটকে থাকা বিবাহ স্থির হয়ে যেতে পারে। সেই সঙ্গে একথাও সত্যি, গুরু স্থানীয় কিছু ব্যক্তির সান্নিধ্যে কর্ম-বাণিজ্য স্থলে নানাভাবে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে।
কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক, কিন্তু মাথায় রাখতে হবে, শত্রু আপনার সঙ্গে থেকে আপনার ক্ষতি করতে পারে। তাই মনের কথা কাউকে বলবেন না, যেকোনো কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কাউকে বলুন। আর তাছাড়া একথা সত্যি, আকাশে চাঁদ উঠলে সকলেই দেখতে পায়, তাই চট করে কাউকে কিছু বলবেন না, আগে আপনার কাজটা সম্পূর্ণ হতে দিন।
আর একটা কথা, কিছু জাতক-জাতিকা হঠাৎই কোনও গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে যৌন রোগের শিকার হতে পারেন। তাই ওদিকে একটু সতর্ক থাকবেন।
শুভ-অশুভ দিন ও প্রতিকার
বৃষ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ২৫, ২৬ এবং ২৭শে আগস্ট ২০২৫-এ সতর্ক থাকবেন। হঠাৎই অসুস্থতা শিকার হতে পারেন। ওই সময়ে বিদেশ বিভুঁইয়ে বেড়াতে না যাওয়াই ভালো। দয়া করে ওই ক’টা দিন সহজপাচ্য আহার করবেন এবং প্রিয়জনের সঙ্গেই থাকবার চেষ্টা করবেন।
বৃষ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ৫, ৬ এবং ৭ই আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন, বিশেষ করে শিক্ষার্থীদের মনোনিবেশে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে।
অবশ্য আগামী ১লা আগস্ট এবং ২১, ২২, ২৮ ও ২৯শে আগস্ট ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনাদের জীবনের বিশেষ বিশেষ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করুন। যেমন বিবাহ, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, পূজাপাঠ, শান্তিস্বস্ত্যয়ন, গ্রহপূজা, নতুন কর্মসংস্থান, শিল্প অথবা বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশাকরি অবশ্যই সফল হবেন।
সার্বিক টোটকা ও প্রতিকার
বৃষ রাশির জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন। সেই সঙ্গে যে গরুর বাছুর আছে, সেই গরুকে কচি ঘাস খেতে দিন। যারা শহরে থাকেন বা কাছাকাছি গরুর দেখা পান না, তারা একটি মাটি বা চিনেমাটির সাদা বাছুরসহ গরুকে পাঁচ পাতাযুক্ত দশটি ঘাসের মাথার অংশ এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন।
শুভ রং, সংখ্যা ও বিশেষ পূজা
বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য:
- শুভ রঙ: সবুজ এবং নীল
- শুভ সংখ্যা: ৮ এবং ৯
- শুভ দিন: বুধবার এবং শনিবার
এছাড়া, সবসময় একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
জয় মা