নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ২০২৫ সালের আগস্ট মাসে মিথুন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার এবং টোটকা।
আগস্ট মাসে মিথুন রাশির পূর্বাভাস
এই মাসের শুরু থেকেই মিথুন রাশির জাতক-জাতিকা একটু অসুস্থতা বোধ করতে পারেন। তবে আশা করছি ১৩ই আগস্ট ২০২৫ থেকে ক্রমশ সুস্থ তথা প্রাণোজ্জ্বল হয়ে উঠবেন এবং সর্বক্ষেত্রে সফল হবেন। আর্থিক সচ্ছলতা থাকলেও উত্থান-পতন লেগেই থাকবে। ৮ই আগস্ট ২০২৫ এরপর ক্রমশ আর্থিক উন্নতির সম্ভাবনা। বিশেষ করে ভাই-বোনের সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছু জাতক-জাতিকার ভাই বা বোন কর্ম-বাণিজ্যস্থল থেকে হঠাৎই কোনও বড় অঙ্কের টাকা পেয়ে যেতে পারেন। অবশ্যই সেখানে আপনার সহযোগিতা বাঞ্ছনীয়।
১৩ই আগস্ট পর্যন্ত আপনার মা বা শাশুড়ি মায়ের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, তবে তারপর ওনারা সুস্থ হয়ে উঠবেন। যারা গৃহ নির্মাণ কাজে হাত দিয়েছেন, তারা একটু সতর্ক থাকুন, হঠাৎই ঠকে যেতে পারেন।
গুরুস্থানীয় ব্যক্তির সান্নিধ্যে শিক্ষার্থীদের বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি।
বদরাগী কোনও ব্যক্তির সাথে কথা কাটাকাটি এবং হাতাহাতির দরুন আহত হতে পারেন, এমনকি রক্তপাতের সম্ভাবনাও দেখা দিতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, সহজে কারো সাথে কোনও ধরনের বিতর্কে জড়াবেন না, এতে আপনার সম্মানহানিও ঘটতে পারে।
জাতক অর্থাৎ ভাইয়েরা কোনও প্রবীণ নারীর প্রেমে পড়তে পারেন, জাতিকা অর্থাৎ বোনেরা কোনও প্রবীণ পুরুষের প্রেমে পড়তে পারেন এবং শারীরিক সম্পর্কের দরুন মানসিক উদ্বেগ উৎপন্ন হতে পারে। একই সাথে অর্থ ব্যয় তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হওয়ার সম্ভাবনা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, নিজেকে সতর্ক রাখুন।
ব্যবসায়ীদের বাণিজ্যে নানা উন্নতি ঘটতে পারে ঠিকই, কিন্তু সেখানেও অকারণ অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। অবশ্য সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তির নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল, একই সাথে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। তবে একই সাথে কিছু জাতক-জাতিকার অসামাজিক ব্যক্তিত্বের সাথে সম্পর্কের দরুন আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অর্থ উপার্জনের অনেক পথ আছে, কিন্তু মনে রাখতে হবে সেটা যেন আইন বিরুদ্ধ না হয়।
কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী, অভিনেতা-অভিনেত্রী, চিত্রশিল্পী, গায়ক-গায়িকা ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করুন।
শুভ-অশুভ দিন ও প্রতিকার
মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনদের বলছি, আগামী ৫, ৬ এবং ৭ই আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে মানসিক চাপ সৃষ্টি তথা মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন।
মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ১০, ১১ এবং ১২ই আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে সঠিক সময়ে আপনার নিজের বুদ্ধি ভ্রমের কারণে নানাভাবে অর্থব্যয় তথা মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন।
অবশ্য আগামী ১, ২১, ২২, ২৮ এবং ২৯শে আগস্ট ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক।
- ১লা আগস্ট: বিবাহ
- ২১শে আগস্ট: দীক্ষা
- ২২শে আগস্ট: বিশেষ পূজা-পাঠ
- ২৮ এবং ২৯শে আগস্ট: শিশুর নামকরণ, অন্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, পূজাপাঠ, গ্রহপূজা, শান্তিস্বস্ত্যয়ন, সীমন্তায়ন, কারখানা আরম্ভ, শিল্প ও বাণিজ্য আরম্ভ, কুমারী নায়িকাতত্ত্ব, নবশয্যা উপভোগ, দেবতা গঠন, বাহন ক্রয়-বিক্রয়, গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
আশা করি অবশ্যই সফল হবেন।
সার্বিক টোটকা ও প্রতিকার
মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য:
- শুভ রঙ: অফহোয়াইট এবং হলুদ
- শুভ সংখ্যা: ৪ এবং ৭
- শুভ দিন: সোমবার এবং বৃহস্পতিবার
এছাড়া, সবসময় একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন।
জয় মা।