নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ২০২৫ সালের আগস্ট মাসে কর্কট রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার এবং টোটকা।
আগস্ট মাসে কর্কট রাশির পূর্বাভাস
এই মাসের শুরু থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারেন। ৪ এবং ৫ই আগস্ট সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন, শিক্ষার্থীরা উৎসাহিত হতে পারেন, কোনও বিশেষ পরীক্ষায় আশাতীত ভালো ফল পেতে পারেন। নিজের ক্ষমতা তথা উপস্থিত বুদ্ধির দ্বারা নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল।
ভাই-বোনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসুস্থতার শিকার হতে পারে। তবে আগামী ১৩ই আগস্টের পর ক্রমশ সুস্থ হয়ে উঠবে।
“সৎ সঙ্গে স্বর্গ লাভ, অসৎ সঙ্গে নরকবাস” – এই ধরনের ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে। অর্থাৎ কিছু সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনার সাথে সম্পর্ক করতে পারে, আপনি যদি তাদের সাথে তাদের মতে চলতে পারেন, তাহলে সামাজিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। কিন্তু যদি অসৎ ব্যক্তির সান্নিধ্যে তাদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে নেশাগ্রস্ত হয়ে অকারণ অর্থ ব্যয়সহ সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে আপনার মা অথবা শাশুড়ি মায়ের অবদান থাকবে অনস্বীকার্য।
অনুসন্ধানকালে বারবার লক্ষ্য করেছি, কর্কট রাশির জাতক-জাতিকার ভাগ্যোদয়ের সাথে সাথেই নানাভাবে শত্রু বৃদ্ধি হয়ে থাকে এবং এই শত্রুরা বেশিরভাগ ক্ষেত্রেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়ে থাকে। কর্কট রাশির জাতক-জাতিকারা এতটাই প্রতিভাবান হয় যে এদের প্রতিভাকে অনেকেই হিংসা করে, আর এই হিংসাই শত্রুতায় পরিণত হয়। যেমন সহকর্মী, নিকটস্থ আধিকারিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব, সহ-ব্যবসায়ী ইত্যাদি। এই মুহূর্তে এরা শুধু আপনার সাথে শত্রুতাই করবে না, নানাভাবে অর্থব্যয় ঘটাতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, যেকোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কোনওরকম মতবিরোধে যাবেন না। ওরা যা বলবে তা মেনে নেবেন, তবে কার্যক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নিজের প্রতিভা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সফলতার শিখরে পৌঁছবার চেষ্টা করবেন। শত্রুরা নিজেদের পরিকল্পনার মধ্যেই থেকে যাবে আর আপনি পৌঁছে যাবেন উন্নতির শিখরে।
জীবনসঙ্গী (স্বামী-স্ত্রী) এর স্বাস্থ্যের অবনতির কারণে উদ্বিগ্ন হতে পারেন। চিন্তা করবেন না, তেমন বুঝলে ভালো ডাক্তারের পরামর্শ নিন, অবশ্যই শান্তি পাবেন। কর্মক্ষেত্রে ভাতৃস্থানীয় কোনও ব্যক্তির দ্বারা নানাভাবে উপকৃত হতে পারেন। তবে সতর্ক থাকবেন, কাউকে চট করে বিশ্বাস করে মনের কোনও গোপন কথা বলবেন না, এতে বিপদ বাড়তে পারে।
আয় এবং ব্যয় সমপরিমাণ হতে পারে। বিশেষ করে জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি অর্থাৎ স্থাবর সম্পত্তি কেনার আগে ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন, অন্যথায় ঠকে যেতে পারেন।
শুভ-অশুভ দিন ও প্রতিকার
কর্কট রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ১০, ১১ এবং ১২ই আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বিগত দিনের কোনও ঘটনা নিয়ে কাউকে কোনও প্রশ্ন করবেন না, কারণ নিভে যাওয়া আগুনেও সামান্য ফুঁ দিলে সে আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। তাই মনে রাখবেন, ‘পাস্ট ইজ পাস্ট’, তাকে নতুন করে জাগিয়ে তুলবার চেষ্টা করবেন না।
কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ২৩, ২৪ এবং ২৫শে আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে বিশেষ প্রাপ্তিতে বাধা আসতে পারে, তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনও ধরনের প্রাপ্তির আশা করবেন না। কোনও ধরনের প্রাপ্তি অর্থাৎ টাকা-পয়সা ইত্যাদি পাওয়ার সম্ভাবনা থাকলে ২৩ তারিখের আগেই অথবা ২৫ তারিখের পরে তার সাথে যোগাযোগ করুন। আশা করি অবশ্যই সফল হবেন।
অবশ্য আগামী ১, ২১, ২২, ২৮ এবং ২৯শে আগস্ট ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন:
- ১লা আগস্ট: বিবাহ বা বিবাহের দিনক্ষণ চূড়ান্তকরণ।
- ২১শে আগস্ট: দীক্ষা গ্রহণ।
- ২২শে আগস্ট: পূজা-পাঠ।
- ২৮ এবং ২৯শে আগস্ট: অন্নপ্রাশন, গাত্রহরিদ্রা, দেবতা গঠন, নাট্য আরম্ভ, বিক্রয়-বাণিজ্য আরম্ভ, শিশুর নামকরণ, গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন, ঔষধ গ্রহণ, ঔষধ সেবন, কুমারী নায়িকাতত্ত্ব, নবশয্যা উপভোগ, কারখানা আরম্ভ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালনা, ঋণদান, ঋণগ্রহণ এবং শান্তিস্বস্ত্যয়ন ইত্যাদি।
আশা করি অবশ্যই সফল হবেন।
সার্বিক টোটকা ও প্রতিকার
কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে পবিত্র খাবারসহ জল শালিক পাখি এবং কাককে খেতে দিন। সহসা কোনও বাধা-বিড়ম্বনার শিকার হবেন না এবং সেই সঙ্গে ধন-ঐশ্বর্যে ভরে উঠবেন।
শুভ রং, সংখ্যা ও বিশেষ পূজা
কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য:
- শুভ রঙ: সাদা এবং লাল
- শুভ সংখ্যা: ২ এবং ৫
- শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার
এছাড়া, সবসময় একটি অফহোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী কমলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
জয় মা।