নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ২০২৫ সালের আগস্ট মাসে সিংহ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার এবং টোটকা।
আগস্ট মাসে সিংহ রাশির পূর্বাভাস
এই মাসের শুরুতে আপনার নিজের শারীরিক অসুস্থতার কারণে কিছু অর্থ ব্যয় ঘটতে পারে। তবে ১৬ই আগস্ট থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠবেন, কিন্তু একই সঙ্গে আয়ের পথে কিছু বাধা-বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। কিছু জাতক-জাতিকার আয় এবং ব্যয় সমপরিমাণ হতে পারে, আবার কারো আর্থিক সমস্যা উৎপন্ন হতে পারে। তবে মাসের শেষে হঠাৎই কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু দয়া করে লটারি, জুয়া ইত্যাদিতে অর্থনিবেশ করবেন না, তাতে আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।
অবশ্য ভাই-বোনের সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে কর্ম-বাণিজ্য স্থলে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। কিছু জাতক-জাতিকার গৃহ সমস্যা দূর হতে পারে। কেউ পেয়ে যেতে পারেন দীর্ঘ-আকাঙ্ক্ষিত লোন, ফলে জমি, বাড়ি বা ফ্ল্যাট কিনে ফেলতে পারেন।
শিক্ষার্থীদের বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা দীর্ঘদিন ধরে স্কলারশিপ বা ওই ধরনের কোনও অনুদানের জন্য চেষ্টা করছিলে, তারা হয়তো এবার কোনও অনুদান পেয়ে যেতে পারো।
কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, আবার কেউ জড়িয়ে পড়তে পারে কোনও গোপন সম্পর্কে, ফলে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন তথা মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন।
অনুসন্ধানে লক্ষ্য করেছি, সিংহ রাশির জাতক-জাতিকারা সর্বদাই ক্ষমতা লাভের চেষ্টা করে এবং এরই মধ্যে কেউ কেউ অর্থাৎ কিছু কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী, চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তিগণের হঠাৎই সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে। কেউ পেতে পারেন পদোন্নতি, প্রশাসনিক পদ অথবা নতুন পদভার।
শুভ-অশুভ দিন ও প্রতিকার
সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী ৭, ৮ এবং ৯ই আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে হঠাৎই আর্থিক ক্ষতি তথা অনটনের সম্মুখীন হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, যেকোনো ধরনের বিনিয়োগ করার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় ভবিষ্যতে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন।
অবশ্য আগামী ১, ২১, ২২, ২৮ এবং ২৯শে আগস্ট ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ১লা আগস্ট বিবাহ, ২১শে আগস্ট দীক্ষা, ২২শে আগস্ট বিশেষ পূজা-পাঠ এবং ২৮ ও ২৯শে আগস্ট নানা শুভ কাজ সম্পন্ন করতে পারেন। যেমন:
- শিশুর নামকরণ, অন্নপ্রাশন
- বিবাহের দিনক্ষণ নির্ধারণ, পূজাপাঠ, গ্রহপূজা, শান্তিস্বস্ত্যয়ন, সীমন্তায়ন
- কারখানা, শিল্প ও বাণিজ্য আরম্ভ
- কুমারী নায়িকাতত্ত্ব, নবশয্যা উপভোগ
- দেবতা গঠন, বাহন ক্রয়-বিক্রয়
- গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ ইত্যাদি।
আশা করি অবশ্যই সফল হবেন।
সার্বিক টোটকা ও প্রতিকার
সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে বাছুরসহ গরুকে সবুজ ঘাস খেতে দিন। যদি আপনার কাছাকাছি কোনও গরু না থাকে, তাহলে একটি মাটি বা চিনামাটির বাছুরসহ গরুর মূর্তি কিনে এনে প্রতিদিন তার সামনে একটি পাত্রে দশ পাতাযুক্ত দশটি দুর্বার মাথা বা শীষ সেইসঙ্গে সামান্য জল খেতে দিন এবং প্রতিদিন সেটি পাল্টাবেন। দেখবেন ক্রমশ আপনার সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হচ্ছে, আর্থিক উন্নতি ঘটছে এবং সর্বক্ষেত্রে সফল হবেন।
শুভ রং, সংখ্যা ও বিশেষ পূজা
সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য:
- শুভ রঙ: সাদা এবং সবুজ
- শুভ সংখ্যা: ২ এবং ৯
- এছাড়া সবসময় একটি গোলাপী রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন।
আশা করি অবশ্যই সফল হবেন। হিন্দু সনাতনীরা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
জয় মা।