নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ২০২৫ সালের আগস্ট মাসে তুলা রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার এবং টোটকা।
আগস্ট মাসে তুলা রাশির পূর্বাভাস
আগস্ট মাসের শুরু থেকেই আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু ভাগ্য সঙ্গ না দেওয়ার কারণে সহজে সফলতা নাও আসতে পারে। তবে আগামী ১৪ই আগস্ট ২০২৫, বৃহস্পতিবার থেকে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। একই সঙ্গে বাণিজ্যে উন্নতি তথা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু জীবনসঙ্গী (স্বামী-স্ত্রী) এর শারীরিক অসুস্থতা বা কারো কারো শখ-আহ্লাদের কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনা উৎপন্ন হতে পারে।
কিছু জাতক-জাতিকার ভাই-বোনের সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছু জাতক-জাতিকা ভাতৃসম কোনও বিশেষ সম্মানিত ব্যক্তির সুপরিকল্পিত চক্রান্তেরও শিকার হতে পারেন। মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, তিনি হয়তো অসুস্থতার শিকার হতে পারেন, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
যারা প্রোমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসায়ী এবং গৃহনির্মাণ কাজে হাত দিয়েছেন, তারা হয়তো নানাভাবে বাধা প্রাপ্ত হচ্ছেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই এই বাধা দূর হবে। তবে এই মুহূর্তে আপনারা যে কোনও কাজ করার আগে একটু বুঝে নেবেন, আইন বহির্ভূত কোনও কাজ করবেন না, তাহলে আপনাদের কাজ আটকে যেতে পারে।
শিক্ষার্থীদের মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা ওই ধরনের পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের মনোনিবেশে বাধা আসতে পারে। যদি বারবার মনঃসংযোগে বাধা আসে, তাহলে ১০০ থেকে ১ উল্টো গুণে মনকে শান্ত করবার চেষ্টা করুন। তারপর পড়াশোনায় মনোনিবেশ করবেন, আশা করি যতটুকু পড়াশোনা করবেন, ততটুকুই মনে থাকবে এবং বুঝতে পারবেন।
কিছু জাতক-জাতিকার বহুদিনের স্বপ্ন পূর্ণ হতে পারে। পেতে পারেন নতুন কর্মসংস্থান বা পদোন্নতি, অথবা কর্মরত যারা আছেন তারা হয়তো নিজের মনমতো জায়গায় বদলি হয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে কোনও আইন বহির্ভূত কাজে নিজেকে জড়াবেন না, এতে আপনার কর্মচ্যুতি এমনকি আইনি সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন।
আর্থিক আয়ের পথ প্রশস্ত হওয়ার ফলে কিছু জাতক-জাতিকা হঠাৎই গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। দয়া করে নিজেকে সংযত রাখুন, অন্যথায় নানাভাবে মানসিক বিধ্বস্ততার শিকার হবেন এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে।
শুভ-অশুভ দিন ও প্রতিকার
তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ৪, ৫ এবং ৬ই আগস্ট ২০২৫ মনকে শান্ত রাখবেন, কারণ ওই দিনগুলিতে হঠাৎই উচ্চাধিকারীর সাথে মনোমালিন্য তথা কর্মসংস্থানের পরিবর্তন ঘটতে পারে।
তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেরাও, আগামী ৭, ৮ এবং ৯ই আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন, বিশেষ করে যারা কর্মরত। কারণ ওই দিনগুলিতে আপনার সহকর্মী অথবা উচ্চাধিকারীর সাথে মনোমালিন্য দেখা দিতে পারে, ফলে হঠাৎই বদলি অর্থাৎ কর্মস্থানের পরিবর্তন ঘটতে পারে।
অবশ্য আগামী ১লা আগস্ট এবং ২১, ২২, ২৮ এবং ২৯শে আগস্ট ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনাদের জীবনের বিশেষ বিশেষ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করুন। যেমন বিবাহ, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, পূজাপাঠ, শান্তিস্বস্ত্যয়ন, গ্রহপূজা, নতুন কর্মসংস্থান, শিল্প অথবা বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
সার্বিক টোটকা ও প্রতিকার
তুলা রাশির জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ আপনার সমস্ত বাধা-বিঘ্ন দূর হবে, ধন-ঐশ্বর্য বৃদ্ধি পাবে এবং প্রায় সর্বক্ষেত্রেই সফল হবেন।
শুভ রং, সংখ্যা ও বিশেষ পূজা
তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য:
- শুভ রঙ: অফহোয়াইট এবং লাল
- শুভ সংখ্যা: ৪ এবং ৫
- শুভ দিন: সোমবার এবং মঙ্গলবার
এছাড়া, সবসময় একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
জয় মা।