কুম্ভ রাশির মাসিক রাশিফলসহ প্রতিকার মে ২০২৫ | Monthly horoscope with remedys Aquarius May 2025

https://youtu.be/zsrEQTMlhts

আজ আমি আপনাদেরকে বলব সম্পূর্ণ বিনামূল্যে সঠিক প্রতিকার। অর্থাৎ কোনো টাকা-পয়সা ছাড়াই কি করে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। একটাই অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ বইয়ের দুই এক পাতা পড়ে যেমন কেউ পাস করতে পারে না, ঠিক তেমনি দুই এক মিনিটের ভিডিও দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। যাইহোক, এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক-জাতিকার শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়েছে। অনেকেই হয়তো ভয়ে নানা ধরনের পাথর, কবচ ইত্যাদি ধারণ করে বসে আছেন, কেউ আবার জ্যোতিষীরূপী কোনো ব্যবসায়ীর পরামর্শে নানা রকম রত্ন ইত্যাদি ধারণ করে নিয়েছেন, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আজ আপনাদেরকে বলব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ কোনো টাকা-পয়সা ইত্যাদি ছাড়াই কি করে গ্রহ সমস্যার প্রতিকার করা যায়।

যাইহোক, মাসের শুরুতেই আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা আপনাকে নিজেকে আশ্চর্য করতে পারে। সেইসঙ্গে কিছু জাতক-জাতিকা ধন-সম্পদে ভরে উঠতে পারেন। কিছু জাতক-জাতিকা সন্তান এবং ভাই-বোনের শারীরিক অসুস্থতার দরুন বিব্রত বোধ করতে পারেন, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। অবশ্য সাংসারিক নানা সুখে সুখী হওয়ার সম্ভাবনা, কিছু জাতক-জাতিকা নিজের মা অথবা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন। এই মুহূর্তে শিক্ষার্থীদের মনোনিবেশে নানা বাধা-বিঘ্নের সৃষ্টি হচ্ছে। চিন্তা করবেন না, আগামী ২০২৫ সালের ১২ই মে সকাল থেকেই শিক্ষার্থীদের বিদ্যায় মনোযোগ তথা নানা উন্নতির সম্ভাবনা প্রবল। সেইসঙ্গে কিছু জাতক-জাতিকা সন্তান-সন্ততির কৃতিত্বে গর্বিত হতে পারেন। কুম্ভ রাশির শত্রুরা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, তাই এ নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুমধুর সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিছু জাতক-জাতিকার স্ত্রী অথবা স্বামী সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন। সেইসঙ্গে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কিন্তু কর্মক্ষেত্রে অস্থিরতা এবং পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। শুধু তাই নয়, হঠকারিতা ও নির্বুদ্ধিতার কারণে কিছু জাতক-জাতিকার সম্মানহানি সহ পদচ্যুতি এমনকি কর্মচ্যুতির সম্ভাবনা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থির চিত্তে ভালোভাবে বুঝে তারপর কোনো কাজ সম্পন্ন করবেন। অন্যথায় নানা সমস্যার সম্মুখীন হতে পারেন।

আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং প্রচুর ফোন করেন। মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু চেষ্টা না করলে সুফল নাও পেতে পারেন।

যাইহোক, কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ২০২৫ সালের ১, ২ এবং ৩রা মে সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নানাভাবে ঠকে যেতে পারেন এবং অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন। সেইসঙ্গে আগামী ২০২৫ সালের ২৮, ২৯ এবং ৩০শে মে কারো সাথে কোনো ধরনের বেফাঁস মন্তব্য করবেন না এবং কোনো রকমের ইয়ার্কি-ঠাট্টা করবেন না, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ২০২৫ সালের ১৫, ১৬ এবং ১৭ই মে সতর্ক থাকবেন। আইন বহির্ভূত কোনো কাজে নিজেকে জড়াবেন না, কারণ এতে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি হাজত বাসের সমস্যাও দেখা দিতে পারে। অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর, কবচ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে, অনেকেই হয়তো নানা ধরনের প্রতিকার ধারণও করে নিয়েছেন। আমি বলছি ওসব কোন কিছুরই প্রয়োজন নেই, শুধু সৎ, নিষ্ঠাবান, ব্রহ্মচারী হোন এবং আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন।

সম্পূর্ণ নিঃশুল্ক প্রতিকার ও টোটকা:

প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও পোশাকে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেইসঙ্গে কুকুরকে পবিত্র রুটি এবং দুধ খেতে দিন এবং প্রতি মঙ্গলবার ও শনিবার নিরামিষ আহার গ্রহণ করে ব্রহ্মচর্য পালন করুন। মঙ্গলবার শ্রী শ্রী বজরঙ্গবলী এবং শনিবার শ্রী শ্রী মা দক্ষিণা কালীর পূজা করুন। সেইসঙ্গে এই ভিডিওর শেষে দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ওখানে দেওয়া হয়েছে কি করে বিনামূল্যে গ্রহ সমস্যার সমাধান করতে পারেন।

যাইহোক, আগামী ২০২৫ সালের ৪, ১১, ১২ এবং ৩১শে মে তারিখগুলি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যেমন নতুন শিল্প অথবা বাণিজ্য আরম্ভ, নতুন কর্মস্থানে যোগদান, গৃহ নির্মাণ কাজ আরম্ভ, সম্পত্তি ক্রয়-বিক্রয় ইত্যাদি সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

যাইহোক, কুম্ভ রাশির সকল সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল। শুভ সংখ্যা ২ এবং ৫। শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়াও, সর্বদা একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করে ব্রহ্মচর্য পালন করুন এবং শ্রী শ্রী মা দক্ষিণা কালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিঘ্ন দূর হবে, সেইসঙ্গে সর্বক্ষেত্রে আপনারা সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।

[পূজা পদ্ধতির অংশ এখানে যোগ করা যেতে পারে, যদি ভিডিওতে থাকে]

ধন্যবাদান্তে।

বিশেষ সতর্ক বার্তা : – যদি কোন ব্যক্তি এই চ্যানেলের কোন অনুষ্ঠান বা অনুষ্ঠানের কোন অংশ ইত্যাদি নিজের বা অন্য কারো নামে পৃথিবীর কোন ভাষায় সম্প্রচার করেন তাহলে তিনি কপিরাইট আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হবেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রাপ্ত হবেন।

विशेष चेतावनी संदेश :- यदि कोई व्यक्ति इस चैनल के किसी भी कार्यक्रम या कार्यक्रम के किसी भाग अथवा किसी भी टैग अपने नाम से या किसी अन्य व्यक्ति के नाम से विश्व की किसी भी भाषा में प्रसारित करता है तो वह कॉपीराइट कानूनों के तहत दोषी पाया जाएगा और उसके अनुसार दंडित किया जाएगा।

Caution: – If any person broadcasts any program or any part thereof, from this channel in their own name or on behalf of another individual, in any language, they will be found guilty of copyright infringement and will be subject to legal consequences as per the law.

Siddhapurush Dr. Devdut.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top