নমস্কার দর্শক বন্ধু! আজ আমরা আলোচনা করব ২০২৫ সালের জুলাই মাসে তুলা রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার ও টোটকা। আজ আমি আপনাদের এমন কিছু বলব যা হয়তো ইতিপূর্বে আপনি শোনেননি। আজ আমি বলব সম্পূর্ণ নিঃশুল্ক প্রতিকার, অর্থাৎ কোনওরকম পাথর, কবচ ইত্যাদি ছাড়াই আপনার সমস্যার সমাধানের সঠিক উপায়।
জুলাই মাসে তুলা রাশির জন্য ছয়টি অত্যন্ত অশুভ দিন এবং তিনটি অত্যন্ত শুভ দিন রয়েছে। এই দিনগুলিতে কী কী ঘটনা ঘটতে পারে, কীভাবে বিপদ এড়াবেন এবং কখন সাফল্যের শীর্ষে পৌঁছবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেব।
জুলাই মাসে তুলা রাশির পূর্বাভাস
এই মাসের অর্থাৎ জুলাই ২০২৫ এর শুরুতে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও মনে হবে আমি খুব অসুস্থ, কেমন একটা ম্যাজ ম্যাজে ভাব দেখা দিতে পারে। তবে জুলাই মাসের ৩ তারিখ থেকে আপনি আবার প্রাণোচ্ছল হয়ে উঠবেন। ব্যবসায়ীদের ব্যবসায় নানা উন্নতির সম্ভাবনা, বিশেষ করে যারা চিকিৎসা জনিত সরঞ্জাম অর্থাৎ অপারেশনের সরঞ্জাম বিক্রি করেন অথবা ঔষধ বিক্রেতাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। খুলে যেতে পারে নতুন নতুন পথ, সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। কিছু জাতক-জাতিকার স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুসম্পর্কও অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে।
কিন্তু কিছু জাতক-জাতিকার জীবনসঙ্গী (স্বামী বা স্ত্রী) হঠাৎই শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। কিছু জাতক-জাতিকার জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। সেই সঙ্গে কেউ পেয়ে যেতে পারেন প্রশাসনিক পদ। অর্থাৎ কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। কিছু জাতক-জাতিকার নিজের মায়ের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। দয়া করে মায়ের সাথে তর্ক-বিতর্ক করবেন না। মা আপনাকে ভুল বুঝলে, মাকে বোঝাবার চেষ্টা করুন। কারণ তিনি হয়তো আগামী ১৪ অথবা ১৫ তারিখের পর হঠাৎই অসুস্থ হতে পারেন।
যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, সেই সঙ্গে প্রোমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যারা যুক্ত, তারা হয়তো কোনও প্রভাবশালী ব্যক্তির দ্বারা বারবারই কাজে বাধা পাচ্ছেন। চিন্তা করবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন। আশা করছি ১৪ই জুলাই ২০২৫ থেকে ওই সমস্ত ব্যক্তিরা নিজেরাই নিজেদের নানা সমস্যায় জড়িয়ে পড়বে এবং আপনিও ওদের হাত থেকে কিছুদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিরা সাক্ষাতে জেনে যেতে পারেন।
শিক্ষার্থীদের বিদ্যায় নানা উন্নতি, কিন্তু কিছু শিক্ষার্থী তাদের সহপাঠী বা সহ-খেলোয়াড় ইত্যাদির সুপরিকল্পিত শত্রুতার শিকার হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, সবসময় সতর্ক থাকবে। কেউ কিছু বললে তাদের কথা শুনবে, কিন্তু কাজ করবে অথবা কোনও প্রশ্নের উত্তর দেবে নিজের ইচ্ছায়। তুলা রাশির জাতক-জাতিকার জন্য এই মাসটি অর্থাৎ জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। সেই সঙ্গে খুলে যেতে পারে সৌভাগ্যের নতুন নতুন পথ। কিন্তু নানাভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনাও প্রবল, তাই কোনও জিনিস কিনতে গেলে একটু বিবেচনা করে কিনবেন, অন্যথায় কিন্তু আপনি ঠকে যেতে পারেন।
আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিরা সাক্ষাতে জেনে যেতে পারেন। (যোগাযোগের জন্য প্রদত্ত মোবাইল নম্বর: 7980651708, 9831831442)
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কেন এত ফোন আসছে! তবুও আপনাদের সকলের ফোন ধরি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটি করেন না, সেটি হচ্ছে সময় মতন বেল আইকনটি বাজান না, যার ফলে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৩০০-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের সঠিক উপায় পেয়ে যাবেন।
মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি মনগড়া কথা একটিও বলিনি, যা বলেছি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি, তাই সুফল পাওয়ার চেষ্টা করুন, অবশ্যই পাবেন।
অশুভ দিন ও মুক্তির উপায়
তুলা রাশির জাতক (পুরুষদের) জন্য আগামী ৯, ১০ এবং ১১ই জুলাই ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো এমন কিছু করে ফেলবেন বা কাউকে কিছু বলে ফেলবেন, যার জন্য ঘরে অর্থাৎ নিজের বাড়িতে অথবা বাইরে নানাভাবে সম্মান হানিসহ প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।
তুলা রাশির জাতিকা (মহিলাদের) জন্য আগামী ১১, ১২ এবং ১৩ই জুলাই ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং সম্মান হানি ঘটতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে অবশ্যই সতর্ক থাকবেন।
এই অশুভ দিনগুলিতে শান্ত থাকুন, বিতর্ক এড়িয়ে চলুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন।
শুভ দিন ও প্রাপ্তি যোগ
তবে আগামী ৪, ৫ এবং ২৫শে জুলাই ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনও কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
যেমন ৪ এবং ৫ই জুলাই ২০২৫ বিবাহ, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, পূজাপাঠ, শান্তিস্বস্ত্যয়ন, ভাড়া বাড়ি পরিবর্তন ইত্যাদি করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
এবং আগামী ২৫শে জুলাই ২০২৫ শুক্রবারের শুভক্ষণে গৃহ প্রবেশ, গৃহ নির্মাণ আরম্ভ, দেবতা গঠন, বাহন ক্রয়-বিক্রয়, নতুন শিল্প অথবা ব্যবসা আরম্ভ, নতুন পদভার গ্রহণ, নতুন কর্মে যোগদান, শিশুর মুখেভাত, গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
সার্বিক প্রতিকার ও টোটকা
তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল দিন। সেই সঙ্গে কুকুরকে দুধ-রুটি খেতে দিন। দেখবেন ক্রমশ আপনার সমস্ত বাধা-বিঘ্ন দূর হবে, ধন-ঐশ্বর্য বৃদ্ধি পাবে। সেই সঙ্গে প্রায় সর্বক্ষেত্রেই সফল হবেন।
শুভ রং, সংখ্যা ও দিন
তুলা রাশির জাতক-জাতিকার জন্য:
- শুভ রঙ: অফহোয়াইট এবং লাল
- শুভ সংখ্যা: ৪ এবং ৫
- শুভ দিন: সোমবার এবং মঙ্গলবার
এছাড়া, সবসময় একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
বিশেষ পূজা
হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজা করে মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
জুলাই মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।
বিশেষ সতর্ক বার্তা : – যদি কোন ব্যক্তি এই চ্যানেলের কোন অনুষ্ঠান বা অনুষ্ঠানের কোন অংশ ইত্যাদি নিজের বা অন্য কারো নামে পৃথিবীর কোন ভাষায় সম্প্রচার করেন তাহলে তিনি কপিরাইট আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হবেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রাপ্ত হবেন।
विशेष चेतावनी संदेश :- यदि कोई व्यक्ति इस चैनल के किसी भी कार्यक्रम या कार्यक्रम के किसी भाग अथवा किसी भी टैग अपने नाम से या किसी अन्य व्यक्ति के नाम से विश्व की किसी भी भाषा में प्रसारित करता है तो वह कॉपीराइट कानूनों के तहत दोषी पाया जाएगा और उसके अनुसार दंडित किया जाएगा।
Caution: – If any person broadcasts any program or any part thereof, from this channel in their own name or on behalf of another individual, in any language, they will be found guilty of copyright infringement and will be subject to legal consequences as per the law. Siddhapurush Dr. Devdut