৭ থেকে ১৩ই জুলাই ২০২৫ পর্যন্ত জন্ম শিশুর রাশি, নক্ষত্র, বর্ণ ইত্যাদি সহ দিন-পঞ্জিকা।

07th july 2025.

                  আগামীকাল ৭ই জুলাই ২০২৫ বঙ্গাব্দের ২২শে আষাঢ় ১৪৩২ সোমবার সূর্যোদয় ভোর ৫টা ১ মিনিট  সূর্যাস্তের সন্ধে ৬টা ২১ মিনিটে, তিথি শুক্লা দ্বাদশী থাকবে রাত্রি ১০টা ৩৫ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা ত্রয়োদশী। আগামীকাল জন্ম শিশুটির বৃশ্চিক রাশি, বিপ্লবর্ণ, অনুরাধা নক্ষত্র, দেবগণ, মৃগযোনি বিংশত্তরী মতে শনির মহাদশায় জন্ম কিন্তু রাত্রি ১টা ১২ মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও হবে বৃশ্চিক রাশি বিপ্লবর্ণ কিন্তু তাদের হবে জ্যেষ্ঠা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, মৃগযোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের নামের অদ্যাক্ষর যদি ন অথবা থ দিয়ে হয় তাহলে ভবিষ্যতে এরা সৌভাগ্যবান হতে পারে এবং বংশের নাম উজ্জ্বল করতে পারে।

       আগামীকালের শুভক্ষণে শিশুর নামকরণ ,অব্যূঢ়ান্ন, গাত্রহরিদ্রা, নিস্ক্রামণ, দেবতাগঠন, নাট্টারম্ভ, বিক্রয়-বাণিজ্য আরম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ ধান্যসৃথাপন, ধান্যমর্দ্দন বৃক্ষাদিরোপণ, ঔষধসেবন, ঔষধসেবন, নবান্ন, যবশ্রাদ্ধ, গ্রহপূজা, শান্তিস্বাস্ত্যায়ন, কম্পিউটারচালন সম্পত্তি ক্রয়-বিক্রয় ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

 08th july 2025.

      নমস্কার দর্শকবন্ধু, আগামীকাল ৮ই জুলাই ২০২৫ বঙ্গাব্দের ২৩শে আষাঢ় ১৪৩২ মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ২ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২১ মিনিটে। তিথি শুক্লা ত্রয়োদশী থাকবে রাত্রি ১১টা ২৬ মিনিট ৫৭ সেকেন্ড পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা চতুর্দ্দশী। আগামীকাল জন্ম শিশুটির বৃশ্চিকরাশি,  বিপ্লবর্ণ, জ্যেষ্ঠ নক্ষত্র,  দেবারী বা রাক্ষসগণ,  মৃগযোনি এবং বিংশত্তরী মতে বুধের মহাদশায় জন্ম হবে তাদের নামের অদ্যাক্ষর যদি না অথবা থ দিয়ে রাখাহয় তাহলে ভবিষ্যতে শিশুটি সৌভাগ্যবান হতে পারে কিন্তু রাত্রি ৩টে ১৫ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে ধনুরাশি, ক্ষত্রিয়বর্ণ, মুলানক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, সারমেয় যোনি এবং বিংশত্তরী মতে তাদের কেতুর মহাদশায় জন্ম হবে এদের নামের অদ্যাক্ষর যদি ধ, ভ ,ফ অথবা ঢ দিয়ে রাখাহয় তাহলে ভবিষ্যতে এরা সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

         আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ,  বীজবপন,  বৃক্ষাদিরোপণ, এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন অবশ্যই সফল হবেন।

 09th july 2025

      নমস্কার দর্শক বন্ধু আগামীকাল  ৯ই জুলাই ২০২৫ বঙ্গাব্দের ২৪শে আষাঢ় ১৪৩২ বুধবার সূর্যোদয় ভোর ৫টা ২ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১মিনিটে তিথি শুক্লা চতুর্দ্দশী থাকবে রাত্রি ১টা ২১ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে পুর্নিমা। অর্থাৎ গুরু পুর্নিমা। আগামীকাল শেষ রাত্রি ৪টে ৫০ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, মুলা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, সারমেয় যোনি এবং বিংশত্তরী মতে কেতুর মহাদশায় জন্ম হবে কিন্তু আগামীকাল শেষ রাত্রি ৪টে ৫০ মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও হবে ধনু রাশি, বিপ্রবর্ন কিন্তু তাদের হবে পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, শাখামৃগ বা বানর যোনি এবং বিংশত্তরীমতে শুক্রের মহাদশায় তাদের জন্ম হবে এবং এদের যদি ধ, ভ, ফ অথবা ঢ দিয়ে নাম রাখা যায় তাহলে এরা ভবিষ্যতে সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

        আগামীকাল কোন বিশেষ শুভ কর্মানু্ঠানে নিজেকে নিযুক্ত না করাই শ্রেয়।

 10th july 2025.

      নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ১০ই জুলাই ২০২৫ বঙ্গাব্দের ২৫শে আষাঢ় ১৪৩২ বৃহস্পতিবার। সূর্যদয় ভোর ৫টা ২ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২১মিনিটে, তিথি পুর্নিমা অর্থাৎ গুরুপুর্নিমা থাকবে রাত্রি ২টো ৪ মিনিট পর্যন্ত। আগামীকালের এই গুরু পূর্ণিমার উপলক্ষে সকল শিষ্য-ভক্তকে জানাই সাদর আমন্ত্রণ তবে আমার একান্ত অনুরোধ যারা আসবেন তারা দয়াকরে আগের থেকে একটা ফোন করে আমাকে জানিয়ে দেবেন। কারণ আমার জানা দরকার কত লোক আছেন। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনুরাশি, ক্ষত্রিয়বর্ণ, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, শাখামৃগ বা বানর যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় কিন্তু আগামীকাল শেষ রাত্রি ৪টে ৫০ মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও হবে ধনুরাশি, ক্ষত্রিয়বর্ণ কিন্তু তাদের হবে উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ এবং এদের যদি ধ ফ ভ অথবা ঢ দিয়ে নাম রাখা যায় তাহলে অবশ্যই শিশুটি সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

      আগামীকালের শুভক্ষণে দীক্ষাগ্রহণ,  দীক্ষাদান, গুরুপূজা, নৌকাযাত্রা, নৌকোগঠন, ধাণ্যছেদন, ধাণ্যরোপন, ধাণ্যস্থাপন, বিক্রয়-বাণিজ্য আরম্ভ,  ভূমি ক্রয়-বিক্রয়, বিশেষ পূজা-পাঠ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

11th july 2025.  

               নমস্কার দর্শক বন্ধু আগামীকাল ১১ই জুলাই ২০২৫ বঙ্গাব্দের ২৬শে আষাঢ় ১৪৩২ শুক্রবার, সূর্যোদয় ভোর ৫টা ৩ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২০ মিনিটে, তিথি কৃষ্ণা প্রতিপদ থাকবে রাত্রি ২টো ১৫ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা দ্বিতীয়া, আগামীকাল সকাল ৫টা ৫৬ মিনিটের মধ্যে জন্ম শিশুটির ধনুরাশি, ক্ষত্রিয়বর্ণ,  উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ,  নকুলযোনি এবং বিংশত্তরী মতে এদের রবির মহাদশায় জন্ম হবে এবং ধ ফ ভ অথবা ঢ দিয়ে যদি এদের নাম রাখা হয় তাহলে ভবিষ্যতে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু দুপুর ১২টা ৯ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মকররাশি, বৈশ্যবর্ণ, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, নকুল যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে রাবির মহাদশায় জন্ম এবং এদের নাম যদি খ অথবা জ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিতব্য সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

         আগামীকাল কোন শুভ কর্মানু্ঠানে নিজেকে নিযুক্ত না করাই শ্রেয়।

12th july 2025.     

            নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ১২ই জুলাই ২০২৫ বঙ্গাব্দের ২৭শে আষাঢ় শনিবার,  সূর্যোদয় ভোর ৫টা ৩ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২০ মিনিটে তিথি কৃষ্ণা দ্বিতীয়া থাকবে রাত্রি ১টা ৫৭ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা তৃতীয়া। আগামীকাল জন্ম শিশুটির মকররাশি, বৈশ্যবর্ণ,  উত্তরাষাঢ়া নক্ষত্র,  নরগণ, নকুল যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় কিন্তু সকাল ৬টা ৩৬ মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও হবে মকররাশি, বৈশ্যবর্ণ, কিন্তু তাদের হবে শ্রবণা নক্ষত্র,  দেবগণ,  শাখামৃগ বা বানর যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় এদের নাম যদি খ অথবা জ দিয়ে রাখাহয় তাহলে ভবিষ্যতে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

        আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

13th july 2025.

                নমস্কার দর্শক বন্ধু আগামীকাল ১৩ই জুলাই ২০২৫ বঙ্গাব্দের ২৮শে আষাঢ় ১৪৩২ রবিবার, সূর্যোদয় ভোর ৫টা ৩ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ১ মিনিটে, তিথি কৃষ্ণা তৃতীয়া থাকবে রাত্রি ১টা ১০ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্থী। আগামীকাল যাদের জন্ম হবে সকাল  ৬টা ৫৩ মিনিটের মধ্যে তাদের হবে মকররাশি , বৈশ্যবর্ণ, শ্রবণা নক্ষত্র,  দেবগণ, শাখামৃগ বা বানর যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু  সকাল  ৬টা  ৫৩  মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও হবে মকররাশি, বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে ধনিষ্ঠা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, সিংহ যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এদের যদি খ অথবা জ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু যাদের জন্ম হবে সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটের পর যাদের হবে কুম্ভরাশি, শুদ্রবর্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, সিংহ যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এবং এদের নাম যদি গ শ অথবা স দিয়ে রাখা যায় তাহলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।

        আগামীকালের শুভক্ষণে অব্যুঢ়ান্ন, গাত্রহরিদ্বার ,পূণ্যাহ, নৌকাগঠন, নৌকাচালন, ঔষধকারণ, ঔষধসেবন, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন ধান্যছেদন, বীজবপন, শান্তিস্বাস্ত্যায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

বিঃ দ্রঃ কোন প্রশ্ন থাকলে কল করুন – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২ নাম্বারে। এছাড়া জ্যোতিষ, বাস্তু অথবা তন্ত্র  বিষয়ে জানতে আমার youtube channel : – siddhapurush dr. devdut এ গিয়ে দেখতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top