প্রিয় দর্শক বন্ধু,
আপনাদের অনুরোধ অনুযায়ী ৪ থেকে ১০ই আগস্ট ২০২৫ সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশিফল এবং দিনপঞ্জিকা নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। মনে রাখবেন শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই আমার একন্ত অনুরোধ শুভক্ষণটি জেনে নিতে ভুলবেন না।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজনে কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
৪ঠা আগস্ট ২০২৫, সোমবার ৪ঠা আগস্ট ২০২৫, বঙ্গাব্দের ১৮ই শ্রাবণ ১৪৩২, সোমবার। সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১২ মিনিটে। তিথি থাকবে শুক্লা দশমী, যা বেলা ১০টা ৭ মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে শুক্লা একাদশী।
- সকাল ৯টা ৩ মিনিটের আগে জন্ম:
- রাশি: বৃশ্চিক
- বর্ণ: বিপ্লবর্ণ
- নক্ষত্র: অনুরাধা
- গণ: দেবগণ
- যোনি: মৃগ
- বিংশত্তরী মতে মহাদশা: শনি
- নামের অক্ষর: ন অথবা থ দিয়ে নাম রাখলে শিশুটি সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- সকাল ৯টা ৩ মিনিটের পরে জন্ম:
- রাশি: বৃশ্চিক
- বর্ণ: বিপ্লবর্ণ
- নক্ষত্র: জ্যেষ্ঠা
- গণ: দেবারী বা রাক্ষসগণ
- যোনি: মৃগ
- বিংশত্তরী মতে মহাদশা: বুধ
- নামের অক্ষর: ন অথবা থ দিয়ে নাম রাখলে শিশুটি সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৪ই আগস্ট ২০২৫ এর শুভক্ষণে করণীযঃ ৫ই আগস্টের শুভক্ষণে আপনারা গৃহারম্ভ, গৃহ প্রবেশ, শান্তিস্বস্ত্যয়ন, শিশুর নামকরণ, অন্নপ্রাশন, গর্ভবতীকে সাধভক্ষণ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, ঔষধ গ্রহণ ও সেবন, কুমারী নায়িকাভেদন, বাহন ক্রয়-বিক্রয়, গবাদিপশু ক্রয়-বিক্রয়, গাত্রহরিদ্রা, অন্নপ্রাশন, দেবতাগঠন, পুণ্যাহ, নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, শিল্পারম্ভ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
৫ই আগস্ট ২০২৫, মঙ্গলবার
৫ই আগস্ট ২০২৫, বঙ্গাব্দের ১৯শে শ্রাবণ ১৪৩২, মঙ্গলবার। সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১২ মিনিটে। তিথি থাকবে শুক্লা একাদশী, যা বেলা ১১টা ৪৪ মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে শুক্লা দ্বাদশী।
- বেলা ১১টা ২৩ মিনিটের আগে জন্ম:
- রাশি: বৃশ্চিক
- বর্ণ: বিপ্লবর্ণ
- নক্ষত্র: জ্যেষ্ঠা
- গণ: দেবারী বা রাক্ষসগণ
- যোনি: মৃগ
- বিংশত্তরী মতে মহাদশা: বুধ
- নামের অক্ষর: ন অথবা থ দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- বেলা ১১টা ২৩ মিনিটের পরে জন্ম:
- রাশি: ধনু
- বর্ণ: ক্ষত্রিয়
- নক্ষত্র: মুলা
- গণ: দেবারী বা রাক্ষসগণ
- যোনি: সারমেয়
- বিংশত্তরী মতে মহাদশা: কেতু
- নামের অক্ষর: ধ, ফ, ভ অথবা ঢ দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৫ই আগস্ট ২০২৫ এর শুভক্ষণে করণীয়ঃ ৫ই আগস্টের শুভক্ষণে আপনারা বিশেষ পূজা-পাঠ, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। এছাড়া আগামীকাল থেকে শ্রীশ্রী কৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলন যাত্রা শুরু হবে।
৬ই আগস্ট ২০২৫, বুধবার
৬ই আগস্ট ২০২৫, বঙ্গাব্দের ২০শে শ্রাবণ ১৪৩২, বুধবার। সূর্যোদয় ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। তিথি থাকবে শুক্লা দ্বাদশী, যা দুপুর ১২টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে শুক্লা ত্রয়োদশী।
- সকাল ১০টার আগে জন্ম:
- রাশি: ধনু
- বর্ণ: ক্ষত্রিয়
- নক্ষত্র: মুলা
- গণ: দেবারী বা রাক্ষসগণ
- যোনি: সারমেয়
- বিংশত্তরী মতে মহাদশা: কেতু
- নামের অক্ষর: ধ, ফ, ভ অথবা ঢ দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- সকাল ১০টার পরে জন্ম:
- রাশি: ধনু
- বর্ণ: ক্ষত্রিয়
- নক্ষত্র: পূর্বাষাঢ়া
- গণ: নরগণ
- যোনি: শাখামৃগ
- বিংশত্তরী মতে মহাদশা: শুক্র
- নামের অক্ষর: ধ, ফ, ভ অথবা ঢ দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৬ই আগস্ট ২০২৫ শুভক্ষণে করণীয়ঃ ৬ই আগস্টের শুভক্ষণে আপনারা হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যমর্দ্দন, ধান্যছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঔষধ গ্রহণ ও সেবন, কুমারী নায়িকাভেদন, অন্নপ্রাশন, গাত্রহরিদ্রা, নিষ্ক্রামণ, গৃহনির্মাণ, গৃহপ্রবেশ, জলাশয় আরম্ভ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদিপশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয়, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
৭ই আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
৭ই আগস্ট ২০২৫, বঙ্গাব্দের ২১শে শ্রাবণ ১৪৩২, বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। তিথি থাকবে শুক্লা ত্রয়োদশী, যা দুপুর ১টা ৪৪ মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে শুক্লা চতুর্দশী।
- দুপুর ২টো ১ মিনিটের আগে জন্ম:
- রাশি: ধনু
- বর্ণ: ক্ষত্রিয়
- নক্ষত্র: উত্তরাষাঢ়া
- গণ: নরগণ
- যোনি: শাখামৃগ
- বিংশত্তরী মতে মহাদশা: শুক্র
- নামের অক্ষর: ধ, ফ, ভ অথবা ঢ দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- দুপুর ২টো ১ মিনিট থেকে রাত্রি ৮টা ১১ মিনিটের মধ্যে জন্ম:
- রাশি: ধনু
- বর্ণ: ক্ষত্রিয়
- নক্ষত্র: উত্তরাষাঢ়া
- গণ: নরগণ
- যোনি: নকুল
- বিংশত্তরী মতে মহাদশা: রবি
- নামের অক্ষর: ধ, ফ, ভ অথবা ঢ দিয়ে নাম রাখা গেলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- রাত্রি ৮টা ১১ মিনিটের পরে জন্ম:
- রাশি: মকর
- বর্ণ: বৈশ্য
- নক্ষত্র: উত্তরাষাঢ়া
- গণ: নরগণ
- যোনি: নকুল
- বিংশত্তরী মতে মহাদশা: রবি
- নামের অক্ষর: খ অথবা জ দিয়ে নাম রাখা গেলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৭ই আগস্ট ২০২৫ এরশুভক্ষণে করণীয় ঃ ৭ই আগস্টের শুভক্ষণে আপনারা নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, সীমন্তোন্নয়ন, বিক্রয় বাণিজ্য, গবাদিপশু ক্রয়-বিক্রয়, ধান্যছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, কুমারী নায়িকাভেদন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
৮ই আগস্ট ২০২৫, শুক্রবার
৮ই আগস্ট ২০২৫, বঙ্গাব্দের ২২শে শ্রাবণ ১৪৩২, শুক্রবার। সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। তিথি থাকবে শুক্লা চতুর্দশী, যা দুপুর ১টা ৫৬ মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে পূর্ণিমা।
- দুপুর ২টো ২৮ মিনিটের আগে জন্ম:
- রাশি: মকর
- বর্ণ: বৈশ্য
- নক্ষত্র: উত্তরাষাঢ়া
- গণ: নরগণ
- যোনি: নকুল
- বিংশত্তরী মতে মহাদশা: রবি
- নামের অক্ষর: খ অথবা জ দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- দুপুর ২টো ২৮ মিনিটের পরে জন্ম:
- রাশি: মকর
- বর্ণ: বৈশ্য
- নক্ষত্র: শ্রবণা
- গণ: দেবগণ
- যোনি: শাখামৃগ
- বিংশত্তরী মতে মহাদশা: চন্দ্র
- নামের অক্ষর: খ অথবা জ দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৮ই আগস্ট ২০২৫ এর শুভক্ষণে করণীয়ঃ ৭ই আগস্টের শুভক্ষণে আপনারা বিশেষ পূজা-পাঠ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
৯ই আগস্ট ২০২৫, শনিবার
৯ই আগস্ট ২০২৫, বঙ্গাব্দের ২৩শে শ্রাবণ ১৪৩২, শনিবার। সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে। তিথি থাকবে পূর্ণিমা, যা দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে কৃষ্ণা প্রতিপদ।
- দুপুর ২টো ২৪ মিনিটের আগে জন্ম:
- রাশি: মকর
- বর্ণ: বৈশ্য
- নক্ষত্র: শ্রবণা
- গণ: দেবগণ
- যোনি: শাখামৃগ
- বিংশত্তরী মতে মহাদশা: চন্দ্র
- নামের অক্ষর: খ অথবা জ দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- দুপুর ২টো ২৪ মিনিট থেকে রাত্রি ২টো ১১ মিনিটের মধ্যে জন্ম:
- রাশি: মকর
- বর্ণ: বৈশ্য
- নক্ষত্র: ধনিষ্ঠা
- গণ: দেবারী বা রাক্ষসগণ
- যোনি: সিংহ
- বিংশত্তরী মতে মহাদশা: মঙ্গল
- নামের অক্ষর: খ অথবা জ দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- রাত্রি ২টো ১১ মিনিটের পরে জন্ম:
- রাশি: কুম্ভ
- বর্ণ: শূদ্র
- নক্ষত্র: ধনিষ্ঠা
- গণ: দেবারী বা রাক্ষসগণ
- যোনি: সিংহ
- বিংশত্তরী মতে মহাদশা: মঙ্গল
- নামের অক্ষর: গ, শ অথবা স দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৯ই আগস্ট ২০২৫ এর শুভক্ষণে করণীয়ঃ ৯ই আগস্টের শুভক্ষণে আপনারা বিশেষ পূজা-পাঠ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
১০ই আগস্ট ২০২৫, রবিবার
১০ই আগস্ট ২০২৫, বঙ্গাব্দের ২৪শে শ্রাবণ ১৪৩২, রবিবার। সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে। তিথি থাকবে কৃষ্ণা প্রতিপদ, যা দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে কৃষ্ণা দ্বিতীয়া।
- দুপুর ৩টে ৫৩ মিনিটের আগে জন্ম:
- রাশি: কুম্ভ
- বর্ণ: শূদ্র
- নক্ষত্র: ধনিষ্ঠা
- গণ: দেবারী বা রাক্ষসগণ
- যোনি: সিংহ
- বিংশত্তরী মতে মহাদশা: মঙ্গল
- নামের অক্ষর: গ, শ অথবা স দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- দুপুর ৩টে ৫৩ মিনিটের পরে জন্ম:
- রাশি: কুম্ভ
- বর্ণ: শূদ্র
- নক্ষত্র: শতভীষা
- গণ: দেবারী বা রাক্ষসগণ
- যোনি: ঘোটক
- বিংশত্তরী মতে মহাদশা: রাহু
- নামের অক্ষর: গ, শ অথবা স দিয়ে নাম রাখলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
- ১০ই আগস্ট ২০২৫ এরশুভক্ষণে করণীয় ঃ ১০ই আগস্টের শুভক্ষণে আপনারা বিশেষ পূজা-পাঠ, নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, সীমন্তোন্নয়ন, বিক্রয় বাণিজ্য,কুমারী নায়িকাভেদন, গবাদিপশু ক্রয়-বিক্রয়, ধান্যছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
গুরুত্বপূর্ণ পরামর্শ
অনুসন্ধানকালে লক্ষ্য করা গেছে যে, প্রত্যেক মানুষই চান তার সন্তান সুস্থ, আজ্ঞাকারী, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু অনেক সময় এই আশা পূরণ হয় না। এর প্রধান কারণ হলো অশুভ দিনক্ষণে শিশুর ভ্রূণের জন্ম দেওয়া। বর্তমানে প্ল্যানিং সিজার বা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হলেও, সঠিক সময়ে গর্ভধারণের বিষয়টি অনেকেই উপেক্ষা করেন। সঠিক সময়ে মিলন ঘটিয়ে ভ্রূণের জন্ম দেওয়া গেলে এবং এরপর শুভ দিনক্ষণে সিজার করানো হলে, সন্তান অবশ্যই সুস্থ, আজ্ঞাকারী, সৌভাগ্যবান এবং সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সফল হবেই এতে কোন সেন্দেহ নেই।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
.