২০২৫ সালের সেপ্টেম্বরে সিংহ রাশির মাসিক রাশিফল, নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

সিংহ রাশি

এখন বলব ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা। মাসের শুরু থেকেই শারীরিক সুস্থতাসহ নানা আনন্দের সঙ্গে দিন যাপন করবেন এবং সঠিক স্থানে উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। এ মাসে আপনার বহুদিনের স্বপ্ন পূর্ণ হতে পারে, সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল, খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। ভ্রাতা-ভগিনীর শখ-আহ্লাদ পূর্ণ করতে গিয়ে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, বিশেষ করে কর্মক্ষেত্রে ভাতৃতুল্য কোনো প্রিয় ব্যক্তির রিটায়ারমেন্ট, ফেয়ারওয়েল বা ওই ধরনের কোনো বিশেষ অনুষ্ঠানে অহেতুক অধিক খরচ করে ফেলতে পারেন। তবে এই কথা সত্যি যে, এ মাসে কিছু জাতক-জাতিকার গৃহ সমস্যা অর্থাৎ বসবাসের সমস্যা দূর হতে পারে। কেউ কিনে ফেলতে পারেন নতুন ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা মেডিকেল প্রফেশন অর্থাৎ চিকিৎসক বা চিকিৎসাশাস্ত্রের সঙ্গে যুক্ত, তাদের জন্য এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সেই সঙ্গে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনাও প্রবল।

বিদ্যার্থীদের বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা রয়েছে। শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষা কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তির নানাভাবে আয় বৃদ্ধি ঘটতে পারে। কিছু জাতক-জাতিকা তাদের সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন, কারো সন্তান পেতে পারে প্রশাসনিক পদ বা সাংগঠনিক দায়িত্ব। অবশ্য কিছু জাতক-জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে উদ্বিগ্ন হতে পারেন। তবে নানাভাবে ভাগ্যোন্নতিসহ নতুন কর্মসংস্থান, কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির পদোন্নতি তথা আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। সিংহ রাশির জাতক-জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে।

দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময়মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই দ্বিতীয়বার আমার ভিডিওগুলো দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৪০০-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।

মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন। আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।

সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী ৪, ৫ এবং ৬ই সেপ্টেম্বর, ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলোতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে অর্থসহ সম্মানহানি ঘটতে পারে। আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলোতে প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন।

অবশ্য এ মাসের ৪টি দিন অর্থাৎ আগামী ১৭, ১৮, ২৪ এবং ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন: ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ বিশেষ পূজা-পাঠ, দীক্ষাগ্রহণ; ২৫শে সেপ্টেম্বর সাধারণ পূজা-পাঠ। কিন্তু আগামী ১৮ এবং ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ নিজের শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: বিশেষ পূজার্চনা, শিশুর নামকরণ, মুখ্যান্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদিপশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয়, দীক্ষাদান, দীক্ষাগ্রহণ, কুমারী নায়িকাভেদন, শান্তিস্বস্ত্যয়ন, শিল্প, বাণিজ্য আরম্ভ, বিপণ্যারম্ভ, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণদান, ঋণগ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। মনে রাখবেন, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটি জেনে নিতে ভুলবেন না। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তি সরাসরি এসে জেনে যেতে পারেন অথবা আমার ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন। মোবাইল নাম্বার এবং ওয়েবসাইট আইডি স্ক্রিনে দেওয়া আছে।


নিঃশুল্ক প্রতিকার

সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ সাদা গরুকে পবিত্র কাঁচা ঘাস এবং জল খেতে দিন। যদি শহরে থাকেন, সামনে গরু না পান, তাহলে চিনামাটি অথবা পাথরের সাদা বাছুরসহ সাদা গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি বাটি রেখে একটিতে ১০ পাতাযুক্ত ১০টি ঘাসের শীষ এবং অপর পাত্রে জল খেতে দিন। প্রতিদিন পাল্টে দিতে হবে। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং যশ-খ্যাতি বৃদ্ধিসহ জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।

সিংহ রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং সবুজ, শুভ সংখ্যা ২ এবং ৯, শুভ দিন শুক্রবার এবং বুধবার। এ ছাড়া, সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। হিন্দু সনাতনীরা প্রতি রবিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিঘ্ন দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই।

পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সরাসরি এসে জেনে যেতে পারেন। লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top