নমস্কার দর্শক বন্ধু, এখন বলব বৃষ রাশি অর্থাৎ ২০২৫ এর সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক-জাতিকা জীবনী কি কি ঘটতে চলেছে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরুতে আপনার বুদ্ধিমত্তা আপনাকে নিজেকেই ভাবিয়ে তুলতে পারে সেই সঙ্গে ভ্রাতা ভাগ্নির সান্নিধ্যে নানাভাবে প্রতিভার বহিঃপ্রকাশ সহ যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। শুধু তাই নয় ওদের সুপরামর্শে কর্ম বাণিজ্যে নানাভাবে আয় বৃদ্ধি তথা আর্থিক উন্নতি সম্ভাবনাও প্রবল। কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি অর্থাৎ নানাভাবে সম্প্রতি বৃদ্ধি সম্ভাবনা প্রবল। কিন্তু কিছু জাতক-জাতিকা হঠাৎই কোন গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এ নিয়ে সাংসারিক অশান্তির সম্ভাবনাও প্রবল তবে কিছু জাতক-জাতিকা তাদের সন্তানের কৃতিত্বে সামাজিক মর্যাদা পেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা এবং আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫ এর পর কোন বিশেষ পরীক্ষায় আশাতিত সুফল প্রাপ্তি সহ নতুন কর্মসংস্থান, পদোন্নতি অথবা সাংগঠনিক পদ প্রাপ্তি সম্ভাবনা প্রবল। জ্ঞাতি শত্রুতা থেকে সতর্ক থাকুন আপনার খুব কাছের মানুষ আপনার ক্ষতিকরবার আপ্রাণ চেষ্টা করতে পারে। জায়া অর্থাৎ স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কিন্তু নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা দিতে পারে। বিশেষ করে যারা চিকিৎসা জনিত কর্মের সাথে যুক্ত। গুরু স্থানীয় ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। অবশ্য বৃষ রাশির কিছু জাতির-জাতিকার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই আমরা এখন তো অনুরোধ কিছু বিশেষ বিশেষ কাছ সম্পূর্ণ না হওয়ার আগে কাউকে বলবেন না কারণ খুব ছোট্টবেলা থেকেই আপনি জ্ঞাতি শত্রুতায় ভুগছেন খুব কাছের মানুষ আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে।
দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি কিন্তু তা সত্বেও আপনাদের সকলের ফোন এটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময় মতো বেল আইকনটি বাজার না যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না তাই আমার অ্যাকাউন্ট তো অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে ১৪০০ ও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
মনে রাখবেন ভাগ্য + চেষ্টা = ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু চেষ্টা করুন আমি যা বললাম তার ১০০% ফল পাবেন এতে কোন সন্দেহ নেই।
বৃষ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১,২ এবং ৩রা সেপ্টেম্বর ২০২৫ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের অসুস্থতার কারণে বিচলিত হতে পারেন এবং আগামী ২৯ এবং ৩০শে সেপ্টেম্বর ২০২৫ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।
বৃষ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ২১,২২ এবং ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে।
অবশ্য এমাসের ৪টি দিন অর্থাৎ আগামী ১৭,১৮,২৪ এবং ২৫শে সেপ্টেম্বর ২০২৫ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক যেমন ১৭ই সেপ্টেম্বর ২০২৫ বিশেষ পূজা-পাঠ, দীক্ষা গ্রহণ, ২৫শে সেপ্টেম্বর সাধারণ পূজা-পাঠ, কিন্তু আগামী ১৮ এবং ২৪শে সেপ্টেম্বর ২০২৫ নিজের শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন, বিশেষ পূজার্চনা , শিশুর নাম করণ, মুখ্যাঅন্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, নবশয্যা উপভোগ, নববস্ত্রপরিধান, গবাদিপশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয়, দীক্ষাদান, দীক্ষাগ্রহণ, কুমারী নায়িকাভেদন, শান্তিস্ব্যাস্তায়ন, শিল্প, বাণিজ্য আরম্ভ, বিপণ্যারম্ভ, পুণ্যাহ, হলপ্রবাহ ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন,বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণদান, ঋনগ্রহন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন। মনে রাখবেন শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটি জেনে নিতে ভুলবেন না। আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন অথবা আমার ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন। মোবাইল নাম্বার এবং ওয়েবসাইট আই.ডী. স্ক্রিনে দেওয়া আছে।
নিঃশুল্ক প্রতিকার :- বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন সেই সঙ্গে সাদা বাছুর সহ সাদা গরুকে পবিত্র কচি ঘাস অর্থাৎ দুর্বার শীষ এবং জল খেতে দিন। শহরের মানুষ যদি জ্যান্ত গরু না পান তাহলে চিনা মাটি অথবা পাথরের সাদা বাছুর সহ গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রের একটিতে ৫ পাতা যুক্ত ১০টি ঘাসের শীষ খেতে দিন। প্রতিদিন পাল্টে দিতে হবে। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় ধন ঐশ্বর্যের অভাব হবে না।
বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য শুভ রঙ সবুজ এবং নীল শুভ সংখ্যা ৮ এবং ৯ শুভদিন বুধবার এবং শনিবার এছাড়া সর্ব়ক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই, পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।