1st September Monday 2025.
১লা সেপ্টেম্বর ২০২৫ বঙ্গাব্দের ১৫ই ভাদ্র সোমবার ১৪৪২,সূর্যোদয় ভোর ৫টা ২৩ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫১ মিনিটে,তিথি শুক্লা নবমী সংবৎ ২০৮২ থাকবে রাত্রি ১১টা ৪৩ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দশমী।
১লা সেপ্টেম্বর ২০২৫ সোমবার রাত্রি ৭টা ৫৫ মিনিটের মধ্যে যেসমস্ত শিশুর জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি,বিপ্লবর্ণ, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ,মৃগ যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এদের যদি ন অথবা থ দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু রাত্রি ৭টা ৫৫ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে ধনু রাশি,ক্ষত্রিয় বর্ণ, মুলা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ,সারমেয় যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় এদের যদি ধ ভ ফ অথবা ঢ দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
2nd September 2025 Tuesday.
২রা সেপ্টেম্বর ২০২৫ বঙ্গাব্দের ১৬ই ভাদ্র ১৪৩২ মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ২৩ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫০ মিনিটে তিথি শুক্লা দশমী সংবৎ ২০৮২ থাকবে রাত্রি ১২টা ৫৮ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা একাদশী।
২রা সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার রাত্রি ৯টা ৫১ মিনিটের মধ্যে যেসমস্ত শিশুর জন্ম হবে তাদের হবে ধনু রাশি,ক্ষত্রিয় বর্ণ, মুলা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ,সারমেয় যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় কিন্তু রাত্রি ৯টা ৫১ মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও হবে ধনু রাশি,ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে পূর্বাষাঢ়া নক্ষত্র,নরগণ, শাখামৃগ যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় এদের যদি ধ ভ ফ অথবা ঢ দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে এবং শেষ রাত্রি ৫টা ২১ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মকররাশি,বৈশ্য বর্ণ,
২রা সেপ্টেম্বর ২০২৫ এর শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।
3rd September 2025 Wednesday.
৩রা সেপ্টেম্বর ২০২৫ বঙ্গাব্দের ১৭ই ভাদ্র ১৪৩২ বুধবার সূর্যোদয় ভোর ৫টা ২৩ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫৯ মিনিটে,তিথি শুক্লা একাদশী সংবৎ ২০২৮ থাকবে রাত্রি ১টা ৪৬ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দ্বাদশী।
৩রা সেপ্টেম্বর ২০২৫ রাত্রি ১১টা ৪৪ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তাদের হবে ধনু রাশি,ক্ষত্রিয় বর্ণ,পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, শাখামৃগ যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় কিন্তু রাত্রি ১১টা ৯ মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও হবে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে উত্তরাষাঢ়া নক্ষত্র,নরগণ, নকুল যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় এদের যদি ধ ভ ফ অথবা ঢ দিয়ে নাম রাখা েতে পারে এবং শেষ রাত্রি ৫টা ২১ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মকর রাশি,বৈশ্য বর্ণ, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, নকুল যোনি এবং বিংশত্তরী মতে তাদেরও জন্ম হবে রবির মহাদশায় এদের যদি খ অথবা জ দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৩রা সেপ্টেম্বর ২০২৫ এর শুভক্ষণে বিক্রয় বাণিজ্য,গবাদিপশু ক্রয়-বিক্রয়,ধান্যছেদন, নৌকা চালন, নৌকা যাত্রা, কুমারী নায়িকাভেদন এবং হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবে.
4th September 2025 Thursday.
৪ঠা সেপ্টেম্বর ২০২৫ বঙ্গাব্দের ১৮ই ভাদ্র ১৪৩২ বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫টা ৫টা ২৩ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫টা ৪৮ মিনিটে তিথি শুক্লা দ্বাদশী সংবৎ ২০৮২ থাকবে রাত্রি ২টো ৩ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা ত্রয়োদশী।
৪ঠা সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকররাশি,বৈশ্য, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, নকুল যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় কিন্তু রাত্রি ১১টা ৪৪ মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও হবে মকর রাশি বৈশ্য বর্ণ কিন্তু তাদের হবে শ্রবণা নক্ষত্র,দেবগণ, শাখামৃগ যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় এদের যদি খ অথবা জ দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবারের শুভক্ষণে শিশুর নাম করণ,সীমন্তায়ন,পুংসবন, নিস্ক্রামণ,দেবতাগঠন, নাট্টারম্ভ, বিক্রয়বাণিজ্য আরম্ভ,কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, নাট্টারম্ভ, বিক্রয়বাণিজ্য আরম্ভ,গ্রহপূজা, শান্তিস্বস্ত্যয়ন, নৌকা গঠন, বৃক্ষাদিরোপণ, হলপ্রবাহ,ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন,ধান্যমর্দ্দন, ঔষধকারণ, ঔষধসেবন,গবাদিপশু ক্রয়-বিক্রয় বাহন ক্রয়-বিক্রয় ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন,সেই সঙ্গে হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের অতিরিক্ত গাত্রহরিদ্রা,অব্যুঢ়ান্ন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।
5th September 2025 Friday.
৫ই সেপ্টেম্বর ২০২৫ বঙ্গাব্দের ১৯শে ভাদ্র ১৪৩২ শুক্রবার,সূর্যোদয় ভোর ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৪৭ মিনিটে,তিথি শুক্লা ত্রয়োদশী সংবৎ ২০৮২ থাকবে রাত্রি ১টা ৫০ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা চতুর্দ্দশী।
৫ই সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকররাশি,বৈশ্য বর্ণ, শ্রাবণা নক্ষত্র, দেবগণ, শাখামৃগ এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু রাত্রি ১১টা ৩৯ মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও মকর রাশি বৈশ্য বর্ণ কিন্তু তাদের হবে ধনিষ্ঠা নক্ষত্র দেবারী বা রাক্ষসগণ,সিংহ যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এদের যদি খ অথবা জ দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৫ই সেপ্টেম্বর ২০২৫ এর শুভক্ষণে গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ,শিশুর নাম করণ,নবশয্যা উপভোগ, নববস্ত্রপরিধান, দেবতাগঠন, গ্রহপূজা,নৌকা চালন, নৌকা যাত্রা,শান্তিস্বস্ত্যয়ন, হলপ্রবাহ, ধান্যরোপণ,ধান্যস্থাপন, ধান্যছেদন, বীজবপন,বৃক্ষাদিরোপন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, গবাদিপশু ক্রয়-বিক্রয়,কারখানা আরম্ভ, শিল্পারম্ভ , গ্রহপূজা,বাহন ক্রয়-বিক্রয়,গবাদিপশু ক্রয়-বিক্রয়,ঋনগ্রহন, ঋনদান, কম্পিউটার নির্মাণ,কম্পিউটার চালন, ঔষধ কারণ, ঔষধ সেবন, শিশুর মুখ্যান্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের অতিরিক্ত গাত্রহরিদ্রা,অব্যুঢ়ান্ন, বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।
6th September 2026 Saturday.
৬ই সেপ্টেম্বর ২০২৫ বঙ্গাব্দের ২০শে ভাদ্র ১৫৩২ শনিবার সূর্যোদয় ভোর ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৪৬ মিনিটে তিথি শুক্লা চতুর্দ্দশী সংবৎ ২০৮২ থাকবে রাত্রি ১টা ৭ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে পুর্নিমা।
যাইহোক,৬ই সেপ্টেম্বর ২০২৬ শনিবার যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি,বৈশ্য বর্ণ, ধনিষ্ঠা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ,সিংহ যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এদের যদি খ অথবা জ দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু দুপুর ১১টা ২২ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি,শুদ্রবর্ণ, ধনিষ্ঠা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, সিংহ যোনি এবং বিংশত্তরী মতে তাদেরও জন্ম হবে মঙ্গলের মহাদশায় এবং রাত্রি ১০টা ৫৬ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে শতভীষা নক্ষত্র,দেবারী বা রাক্ষসগণ,ঘোটক যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় এদের যদি গ শ অথবা স দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
7th September 2025 Sunday.
৭ই সেপ্টেম্বর ২০২৫ বঙ্গাব্দের ২১শে ভাদ্র ১৪৩২ রবিবার,সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৪৫ মিনিটে তিথি পুর্নিমা সংবৎ ২০৮২ থাকবে রাত্রি ১১টা ৫৭ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা প্রতিপদ। রাত্রে ঘটবে পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ,গ্রহণ স্পর্শ অর্থাৎ শুরু হবে রাত্রি ৯টা ৫৭ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি ঘটবে রাত্রি ১টা ২৭ মিনিটে। গ্রহণ স্থিতিকাল ৩ ঘন্টা ৩০ মিনিট। গ্রাসমান ১.৩৬৮ পূর্ণগ্রাস আরম্ভ রাত্রি ১১টায় মধ্য গ্রহণ রাত্রি ১১টা ৪১ মিনিটে এবং পূর্ণগ্রাস সমাপ্তি ১২টা ২৩ মিনিটে। কোলকাতাসহ ভারতবর্ষের সমস্ত অঞ্চলের মানুষ এই গ্রহন দেখতে পাবেন। তবে খালি চোখে গ্রহণ দেখা উচিত নয়। অবশ্য কিছু পন্ডিতগনের মতে মেষ,কন্যা, তুলা এবং মকর রাশির জাতক-জাতিকাগণ এই গ্রহন দর্শনে সুফল পেতে পারেন। কিন্তু অন্যান্য রাশির জাতক-জাতিকাগণের এই গ্রহন না দেখাই শ্রেয়।
৭ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি,শুদ্রবর্ণ, শতভীষা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ,ঘোটক যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় কিন্তু রাত্রি ৯টা ৪২ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেবারী বা রাক্ষসগণ,সিংহ যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এদের যদি গ শ অথবা স দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
৭ই সেপ্টেম্বর রবিবারের শুভক্ষণে বিশেষ পূজা-পাঠ,নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, ঔষধ কারণ, ঔষধ সেবন এবং গর্ভবতীকে সাধভক্ষণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।
অনুসন্ধানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষই চান তার সন্তান সুস্থ, অজ্ঞাকারী,সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু দেখাগেছে বেশিরভাগ ক্ষেত্রেই সেই আশা অপূর্ণ থেকে যায়। এর প্রধান কারণ হলো অশুভ দিনক্ষণে শিশুর ভ্রুনের জন্ম দেওয়া। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই প্ল্যানিং সিজার অর্থাৎ আমরা কোন জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে শুভক্ষণে শিশুটিকে মাতৃগর্ভ থেকে প্রসব করিয়ে থাকি এবং ওই শিশুটিকে মনের মত মানুষ করে তুলবার জন্যে যথাসাধ্য চেষ্টাসহ অর্থ ব্যয় করে থাকি। কিন্তু তা’সত্বেও বহু ক্ষেত্রে দেখা গেছে ওই সন্তানটি ঠিক মনের মত হয়ে উঠতে পারলো না। আমরা হতাশ হয়ে মনে মনে ভাবি এটাই ছিল আমার ভাগ্যে। না বন্ধু না। এই চিন্তাধারা সম্পূর্ণ ভুল। আসলে আমরা সঠিক সময়ে সঠিক ক্রিয়াটি করতে ভুলে যাই অর্থাৎ স্বামী-স্ত্রীর মিলনের পূর্বে কোন বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে মিলিত হওয়া বিষয়টিই ভুলে যাই। কারণ যদি সঠিক সময়ে মিলন ঘটিয়ে ভ্রুনের জন্ম দেওয়া হয় এবং তারপর শুভ দিনক্ষণে সিজার করিয়ে শিশুটিকে মাতৃগর্ভ থেকে প্রসব করানো যায়,তাহলে ওই সন্তানটি অবশ্যই সুস্থ অজ্ঞাকারী,সৌভাগ্যবান এবং সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জয়ী হয়ে বংশের নাম উজ্জ্বলকারী হবেই এতে কোন সন্দেহ নেই।
আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন।মোবাইল নাম্বার – 7980651708, 9831831442.