১লা থেকে ৬ই ২০২৫ এর মধ্যে জন্ম শিশুটির রাশি, নক্ষত্রসহ ভবিষ্যৎবাণী এবং দিন পঞ্জিকা।

.1at July 2025.

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ১লা জুলাই ২০২৫ বঙ্গাব্দের ১৬ই আষাঢ় ১৪৩২ মঙ্গলবার। সূর্যোদয় ভোর ৪টে ৫৯ মিনিট ২১ সেকেন্ডে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিট ১৩ সেকেন্ডে, তিথি শুক্লা ষষ্ঠী থাকবে দুপুর ১২টা ২৮ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা সপ্তমী‌। আগামীকাল জন্ম শিশুটির সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবারী বা রাক্ষসগণ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, মুসিক যোনি বিংশত্তরী মতে শুক্রের মহাদশা এবং সকাল ৮টা ৫৮ মিনিটের পর উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গো যোনি এবং বিংশত্তরী মতে রবির মহাদশায় জন্ম। ম অথবা ট দিয়ে শিশুর নাম রাখতে পারেন অবশ্যই সফলতা আসবে।

আগামীকালের শুভ কর্ম :-  দীক্ষা গ্রহণ, শিশুর মুখান্নপ্রাশন, গাত্র হরিদ্রা, অব্যুঢ়ান্ন, ধান্যছেদন, ধানরোপন, ধান্নস্থাপন, ২বীজবপন, শান্তিস্বস্ত্যায়ন, হলপ্রবাহ এবং বেলা ৮টা ২০ মিনিটের পর নৌকা চালন বা নৌকাযাত্রা ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন। আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন।

2nd july.2025.

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ২রা জুলাই ২০২৫ বঙ্গাব্দের ১৭ই আষাঢ় ১৪৩২ বুধবার, তিথি শুক্লা সপ্তমী থাকবে দুপুর ১টা ৩০ মিনিট ৩৭ সেকেন্ড পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা অস্টমী। আগামীকাল জন্ম শিশুটির কন্যা রাশি, বৈশ্য বর্ণ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গো যোনি, বিংশত্তরী মতে রবির মহাদশায় জন্ম, কিন্তু দুপুর ১১টা ৮ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হস্তা নক্ষত্র,দেবগণ,কাশর যোনি এবং বিংশত্তরী মতে চন্দ্রের মহাদশায় জন্ম। প,ঠ,ষ অথবা ন দিয়ে নাম রাখতে পারেন অবশ্যই সফলতা আসবে।

আগামীকালের শুভকর্ম :- ঋণদান, ঋণ গ্রহণ, ঔষধ করণ, ঔষধ সেবন, গাত্র হরিদ্রা, অব্যুঢ়ান্ন, গ্রহ পূজা, দেবতা গঠন, ধন্যছেদন, ধন্যস্থাপন, নবান্ন, যবশ্রাদ্ধ, নামকরণ, পূন্যাহ, নাট্টারম্ভ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, বিপণ্ণিরম্ভ, বৃক্ষাদিরপন, শান্তি স্বাস্ত্যায়ন,বীজ বপন,শিল্পারম্ভ,বৃক্ষাদিরোপ, হলপ্রবাহ, গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন। আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন।

3rd July 2025.

নমস্কার দর্শক বন্ধু আগামীকাল ৩রা জুলাই ২০২৫ বঙ্গাব্দের ১৮ই আষাঢ় ১৪৩২ বৃহস্পতিবার। আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর ২টো ৫৭ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত থাকবে শুক্লাষ্টমী তারপর শুরু হবে শুক্লা নবমী। গামীকাল  জন্ম শিশুটির হবে কন্যারাশি, বৈশ্যবর্ণ, হস্তানক্ষত্র,দেবগণ, কাশর যোনি বিংশত্তরী মতে চন্দ্রের মহাদশায় জন্ম কিন্তু দুপুর ১টা ৫১ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে চিত্রানক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, ব্যাঘ্র যোনি এবং বিংশত্তরী মতে মঙ্গলের মহাদশায় জন্ম এদেরও প, ট,ঠ,ষ অথবা ন দিয়ে নাম রাখা যেতে পারে কিন্তু রাত্রি ৩টে ১৯ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে তুলারাশি, শুদ্রবর্ন, চিত্রানক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, ব্যাঘ্র যোনি এবং বিংশত্তরী মতে মঙ্গলের মহাদশায় জন্ম। র,ত অথবা ঋ দিয়ে এদের নাম রাখা যেতে পারে অবশ্যই সফলতা আসবে। আগামীকাল দীক্ষা গ্রহণ করা যেতে পারে, অবশ্যই সফল হবেন।

4th July 2025.

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ৪ঠা জুলাই ২০২৫ বঙ্গাব্দের ১৯শে আষাঢ় ১৪৩২ শুক্রবার। সূর্যোদয় ভোর ৫টা ১ সেকেন্ডে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিট ২১ সেকেন্ডে, তিথি শুক্লা নবমী থাকবে বিকেল ৪টে ৪৪ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দশমী। আগামীকাল জন্ম শিশুটির হবে তুলারাশি, শুদ্রবর্ন, চিত্রানক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, ব্যাঘ্রযোনি এবং বিংশত্তরী মতে মঙ্গলের মহাদশায় জন্ম কিন্তু বিকেল ৪টে ৫০ মিনিটের পর যাদের জন্ম হবে তাদেরও হবে তুলারাশি, শুদ্রবর্ন, কিন্তু তাদের হবে স্বাতীনক্ষত্র, দেবগণ, কাশরযোনি এবং বিংশত্তরী মতে রাহুর মহাদশায় জন্ম। এদেরও র,ত অথবা ঋ দিয়ে নাম রাখা যেতে পারে ‌অবশ্যই সফলতা আসবে।

আগামীকালের শুভক্ষণে দেবতা গঠন, অব্যুঢ়ান্ন, ধান্যছেদন, ধানরোপন, ধান্নস্থাপন, বীজবপন, বৃক্ষাদিরোপন, সম্পত্তি ক্রয়-বিক্রয়,নাট্টারম্ভ, ছায়াছবি, সিরিয়াল ইত্যাদির মহারত, শিল্পারম্ভ, বানিজ্যারম্ভ, ঔষধকরণ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন। আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন।

5th July 2025.

নমস্কার দর্শক বন্ধু আগামীকাল ৫ই জুলাই ২০২৫ বঙ্গাব্দের ২০শে আষাঢ় ১৪৩২ শনিবার, সূর্যোদয় ভোর ৫টা ৪৩ সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিট ২৩ সেকেন্ডে। তিথি শুক্লা দশমী থাকবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা একাদশী। আগামীকাল যেসমস্ত শিশুর জন্ম হবে তাদের হবে তুলারাশি, শুদ্রবর্ন, স্বাতী নক্ষত্র,দেবগণ, কাশর যোনি বিংশত্তরী মতে রাহুর মহাদশায় জন্ম কিন্তু রাত্রি ৭টা ৫২ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে তুলারাশি, শুদ্রবর্ন, কিন্তু তাদের হবে বিশিখা নক্ষত্র,দেবারী বা রাক্ষসগণ, ব্যাঘ্র যোনি এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদেরও র ত অথবা ঋ দিয়ে নাম রাখা যেতে পারে অবশ্যই সফলতা আসবে।

আগামীকালের শুভক্ষণে দীক্ষা গ্রহণ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন। আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন।

6th July 2025

নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল ৬ই জুলাই ২০২৫ বঙ্গাব্দের ২১শে আষাঢ় ১৪৩২ রবিবার। সূর্যোদয় ভোর ৫টা ১ মিনিট ৫ সেকেন্ডে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১মিনিটে, তিথি শুক্লা একাদশী থাকবে রাত্রি ৮টা ৪৪ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দ্বাদশী। আগামীকাল যে সমস্ত শিশুর জন্ম হবে তাদের হবে তুলারাশি, শুদ্রবর্ন, বিশাখা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ, ব্যাঘ্র যোনি এবং বিংশত্তরী মতে বৃহস্পতির মহাদশায় জন্ম কিন্তু বিকেল ৪টের পর যাদের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ন, বিশাখা নক্ষত্র, দেবারী বা রাক্ষসগণ ব্যাঘ্র যোনি এবং বিংশত্তরী মতে বৃহস্পতির মহাদশায় জন্ম কিন্তু রাত্রি ১০টা ৪২ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ন কিন্তু তাদের হবে অনুরাধা নক্ষত্র, দেবগণ, মৃগযোনি এবং বিংশত্তরী মতে শনির মহাদশায় জন্ম এবং ন অথবা থ দিয়ে এদের নাম রাখা যেতে পারে অবশ্যই সফলতা আসবে।

আগামীকালের শুভক্ষণে বীজবপন, বৃক্ষাদিরোপন, হলপ্রবাহ,ধান্যরোপন,পুণ্যাহ, হলপ্রবাহ, গর্ভবতীকে পঞ্চামৃত ভক্ষণ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন। আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top