শ্রাবণ মাসে শিবের পূজায় সুখ, শান্তি তথা সমৃদ্ধি লাভের সঠিক উপায়।

             শিব  অর্থাৎ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এবং পবিত্র মাসটির নাম শ্রাবণ মাস  । এই মাসের প্রতি সোমবার শিবের  পূজায় শিবকে তুষ্ট করতে পারলে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। বিশেষ করে সুখ, শান্তি, সমৃদ্ধি  তথা আর্থিক উন্নতির সম্ভাবনা থাকে প্রবল নিচে শ্রাবণ মাসের সোমবারে শিব পূজার নিয়মাবলী দেওয়া হলো  একটু মনোযোগ সহকারে দেখুন আপনিও নিশ্চয়ই সফল হবেন।

. পূজার প্রস্তুতি  এবং  পরিষ্কারপরিচ্ছন্নতা:

          পূজার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।  পূজার সময় ঘর অন্ধকার না রেখে আলো জ্বালিয়ে রাখুন  এবং তারপর পূজা  আরম্ভ ক্রুন।

উপবাস: শ্রাবণ মাসের সোমবারে উপবাস রাখা খুবই শুভ। অসুস্থ রোগী ব্যক্তি সম্পূর্ণ উপবাস রাখতে না পারলে নিরামিষ খাবার যেমন যেকোন ফল, আলু, লাউ, কুমড়ো ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন। পূজা শেষ করার পর খাবার গ্রহণ করা উচিৎ।

শিবলিঙ্গ স্থাপন: বাড়িতে পূজা করলে স্ফটিক, মাটি  অথবা পাথরের শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। মন্দিরে গিয়েও পূজা করতে পারেন।

.পূজার জন্য নিম্নলিখিত সামগ্রীগুলি প্রয়োজন:-

অভিষেকের জন্য: গঙ্গাজল, কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, আতপ চাল, যব, আখের রস, কালো তিল, সিদ্ধি (ভাঙ)।

ফুল পাতা: বেলপাতা (শিবের সবচেয়ে প্রিয়, বেলপাতার মসৃণ দিক শিবলিঙ্গের উপর রাখতে হয় যে ভাবে গাছে থাকে), ধুতরা ফুল, আকন্দ ফুল,সাদা  আকন্দ হলে ভাল হয়,  সাদা অপরাজিতা ফুল, কলকে ফুল, সাদা চন্দন।

অন্যান্য: ধূপ, প্রদীপ (ঘিয়ের অখণ্ড প্রদীপ), কর্পূর, সিঁদুর (মহাদেবের জন্য নয়, শুধু মা পার্বতীর জন্য), মৌলী সুতো, সুপারি, পান পাতা, ফল (বিশেষ করে পাঁচ রকমের ফল), মিষ্টি (শিন্নি, মিষ্টি লুচি)।

. পূজার পদ্ধতি

সূর্য প্রণাম:দেবাদিদেব  মহাদেব বা  শিবের পূজা করার আগে সূর্যদেবকে জল অর্পণ করা অবশ্যই বাঞ্ছনীয় তথা শুভ বলে মনে করা হয়।

স্নান সংকল্প:–  প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হাতজোড় করে শিব-পার্বতীকে  স্মরণ করুন। এরপর সংকল্প করুন (মনে মনে বলুন যে, আপনি কোন উদ্দেশ্যে এই পূজা করছেন এবং তা যেন সফল হয় )

অভিষেক:– শিবলিঙ্গের উপর জল, কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে একে একে অভিষেক  করাবেন। প্রতিটি অভিষেকের পর জল দিয়ে শিব লিঙ্গটিকে পরিষ্কার  করবেন। এরপর আতপ চাল, যব, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ, ফুল ( সাদা আকন্দ হলে ভাল হয় )  ইত্যাদি নিবেদন করবেন।

মন্ত্র জপ: – অভিষেক করার সময় “ওঁ নমঃ শিবায়  নমঃ  ওঁ” মন্ত্র ১০৮ বার জপ করতে ভুলবেন না। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র  জপ করাও শুভ ফল দায়ক।

আরতি: – দিনের শেষে সন্ধ্যাবেলা কর্পূর দিয়ে শিবের আরতি করবেন।

দান: সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের অন্ন বা বস্ত্র দান করা শুভ।

.বর্জনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়

            শিবকে হলুদ, সিঁদুর, তুলসী পাতা, কেতকী ফুল এবং শঙ্খের জল নিবেদন করা হয় না। বেলপাতা ছেঁড়া অবস্থায় বা ফাটা বেলপাতা নিবেদন করবেন না।

ফল প্রাপ্তি: শ্রাবণ মাসের সোমবারে  শ্রদ্ধা,  ভক্তি,  বিশ্বাস, নিষ্ঠা,  পবিত্রতা ও একাগ্রতার  সাথে শিবের আরাধনা করলে সংসারে সুখ-শান্তি  সমৃদ্ধি আসে, দাম্পত্য জীবন মধুময় হয় এবং মনের সকল ইচ্ছা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। অবিবাহিত মেয়েদের জন্য এই ব্রত পালন অত্যন্ত শুভদায়ক  হয়ে  থাকে।

            আশাকরি, এই বিস্তারিত শিব পূজা পদ্ধতি  জানবার পর, শ্রাবণ মাসের সোমবারে আপনার  সুখ  শান্তি  সমৃদ্ধি তথা আর্থিক উন্নতির জন্য শিব পূজা করতে সাহায্য করবে। আপনার যদি আরও কিছু জানার থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন।  মোবাইল নাম্বার – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top