নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ২০২৫ সালের আগস্ট মাসে মীন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার ও টোটকা।
এই মুহূর্তে মীন রাশির শনির সাড়েসাতির মধ্যম চরণ চলছে। অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর, কবচ ইত্যাদি বিক্রি করার চেষ্টা করবে। কারণ মাঝে মাঝেই বেশ কিছু কাজে বাধা এবং মানসিক উদ্বেগ উৎপন্ন হবে, আর এই সুযোগটাই কিছু ব্যবসায়ী কাজে লাগাতে চাইবে। তবে আমি বলব ভয় পাবেন না, সত্যনিষ্ঠার পথে এগিয়ে চলুন, তঞ্চকতা থেকে দূরে থাকুন, সব কাজে সফলতা আসবে। আর ভিডিওর শেষে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখুন।
আগস্ট মাসে মীন রাশির পূর্বাভাস
মাসের শুরু থেকেই জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির নানা ইচ্ছা মনে জাগতে পারে। কেউ হয়তো ভাই-বোনের সুপরামর্শে কিনেও ফেলতে পারেন। তবে যা-ই কিনুন না কেন, আগে থেকে একটু খোঁজখবর নিয়ে নেবেন, অন্যথায় ঠকে যেতে পারেন।
তবে ভাগ্যোদয়সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তিগণের নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
মীন রাশির শিক্ষার্থীদের বিদ্যায় উত্থান-পতন লেগেই থাকে, তবে এদের প্রতিভা অনেককেই আশ্চর্য করে থাকে। এদের প্রতিভা বিকশিত হলে অনেকেই হিংসায় জ্বলে ওঠে, ফলে ছোটবেলা থেকেই এদের শত্রুর অভাব হয় না। আর এদের শত্রুরা সর্বদাই কোনো দাম্ভিক ব্যক্তি হয়ে থাকে। কিন্তু শত্রুরা কখনোই এদের সামনে এসে বিরোধিতা করার সাহস পায় না।
এই মুহূর্তে জীবনসঙ্গী অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, আগামী ১৪ই আগস্ট ২০২৫ থেকে আপনার জীবনসঙ্গী ক্রমশ সুস্থ হয়ে উঠবে।
ব্যবসায়ীদের ব্যবসাতেও উত্থান-পতন দেখা যাচ্ছে। চিন্তা করবেন না, আগামী ১৪ই আগস্ট ২০২৫ বিকেল থেকে আপনাদের সময় ক্রমশ অনুকূল হবে এবং আবার বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা দেখা দেবে। কিছু জাতক-জাতিকার নতুন কর্মসংস্থান এবং কারো আবার পদোন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি।
কিছু জাতক-জাতিকার ইলেকট্রনিক্স গুডস, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি হঠাৎই বিকল হওয়ার ফলে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
শুভ-অশুভ দিন ও প্রতিকার
মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্যই বলছি, আগামী ১০, ১১ এবং ১২ই আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে ঠকে যেতে পারেন, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। দিনগুলি আপনার জন্য নিষ্ফলা হতে পারে, যার কারণে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন।
তবে আগামী ১লা আগস্ট বিবাহ, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, বিশেষ পূজাপাঠ ইত্যাদি করতে পারেন। সেই সঙ্গে আগামী ২১, ২২, ২৮ এবং ২৯শে আগস্ট ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যেকোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন। যেমন:
- শিশুর নাম করণ, অন্নপ্রাশন
- বিবাহের দিনক্ষণ নির্ধারণ, পূজাপাঠ, শান্তিস্বস্ত্যয়ন, সীমন্তায়ন, দীক্ষাগ্রহণ
- কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, বাণিজ্য আরম্ভ
- সম্পত্তি ক্রয়-বিক্রয়
- গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ ইত্যাদি।
আশা করি অবশ্যই সফল হবেন।
সার্বিক টোটকা ও প্রতিকার
মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে গরুকে গুড় এবং পবিত্র রুটি খেতে দিন, সঙ্গে জলও দিন। দেখবেন আপনার সময় ক্রমশ অনুকূল হয়ে উঠছে এবং জীবদ্দশায় কোনওদিন অর্থের অভাব অনুভূত হবে না।
শুভ রং, সংখ্যা ও বিশেষ পূজা
মীন রাশির জাতক এবং জাতিকার জন্য:
- শুভ রঙ: লাল এবং হলুদ
- শুভ সংখ্যা: ৫ এবং ৭
- শুভ দিন: মঙ্গলবার এবং বৃহস্পতিবার
এছাড়াও, সবসময় একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনও ভিডিওর মাধ্যমে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
জয় মা।