নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ২০২৫ সালের আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার এবং টোটকা।
আগস্ট মাসে বৃশ্চিক রাশির পূর্বাভাস
এই মাসের শুরুতে অর্থাৎ ৪, ৫ তারিখে কোনো বিশেষ কারণে মানসিক উদ্বেগ উৎপন্ন হতে পারে। চিন্তা করবেন না, সময়টি ক্রমশ আপনার অনুকূল হয়ে উঠবে। তবে আমার একান্ত অনুরোধ, পুরনো কথা বা পুরনো ঘটনা মাথায় আনবেন না, তাতে আপনি মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন।
তবে একথা সত্যি, আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অন্যদের সাথে সাথে আপনাকে নিজেকেও আশ্চর্য করতে পারে। কারণ হঠাৎই আপনি এমন কিছু করে ফেলবেন যা আগে কোনোদিন ভাবতেও পারেননি। লটারি, জুয়া ইত্যাদি থেকে একটু দূরত্ব বজায় রাখুন, অন্যথায় অকারণ অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবল। তবে একথা সত্যি, মাঝেমধ্যেই কর্ম বা বাণিজ্য স্থলে আপনার আর্থিক উন্নতি ঘটতে পারে।
ভাই-বোনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসুস্থ হতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। কিছু জাতক-জাতিকা পৈত্রিক সম্পত্তি বা দাদু-ঠাকুমার সম্পত্তি পেতে পারেন, তবে কিছু জাতক-জাতিকার প্রাপ্তি যোগ থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে বঞ্চিত হতে পারেন।
কিছু জাতক-জাতিকা গৃহনির্মাণ কাজে হাত দিয়ে বারবার বাধা প্রাপ্ত হতে পারেন। তারা একটু থমকে যান, ডিসেম্বর মাস শুরু হতেই কাজে হাত দেবেন। অন্যথায় নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবল।
প্রাপ্তবয়স্ক সন্তান-সন্ততির প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসৎ সঙ্গে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে। কিছু শিক্ষার্থীর জীবনে নতুন প্রেম আসবার ফলে মনোনিবেশে বাধা আসতে পারে, বিশেষ করে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসফল হতে পারেন বা আশানুরূপ ফল নাও হতে পারে।
কিছু জাতক-জাতিকার শত্রুরা প্রকাশ্যে শত্রুতা করতে পারে। তবে আমার একান্ত অনুরোধ, শত্রু যা-ই বলুক না কেন, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমাজে নিজের পদমর্যাদা ধরে রাখার চেষ্টা করবেন। শত্রুদের সাথে প্রতিশোধমূলক আচরণ করবেন না। এতে সমাজে আপনার মাহাত্ম্য বাড়বে এবং শত্রুরা সমাজে অস্পৃশ্য হয়ে উঠতে পারে।
শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী ২১শে আগস্ট ২০২৫ এর পর থেকে নানাভাবে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তবে আমার একান্ত অনুরোধ, কোনওরকম আইন বহির্ভূত ব্যবসায় নিজেকে জড়াবেন না, এতে আপনি নিজেও আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে ভাগ্যের উত্থান-পতন লেগেই থাকে। ভালো সময় বা ভালো বন্ধু চট করে কেউ মনে রাখে না, কিন্তু বেইমান এবং অশুভ সময়ের কথা চট করে কেউ ভুলতে পারে না। তাই বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা মনে করে যে আমাদের মতো অভাগা হয়তো আর কেউ হতে পারে না। কিন্তু শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী বৃশ্চিক রাশির জাতক। কাজেই বুঝতেই পারছেন, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে উন্নতির শিখরেও পৌঁছতে পারে।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাবান তথা প্রশাসনিক পদে নিযুক্ত হয়ে থাকে। এই মাসে বৃশ্চিক রাশির কিছু জাতক-জাতিকার ঘটতে পারে নতুন কর্মসংস্থান। তাছাড়া কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির নানাভাবে আর্থিক উন্নতি তথা পদোন্নতির সম্ভাবনা প্রবল। আগামী ১৪ই আগস্ট থেকে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। তবে শখ-আহ্লাদ ইত্যাদির কারণে নানাভাবে অর্থক্ষয়ের সম্ভাবনাও প্রবল।
শুভ-অশুভ দিন
বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ৫, ৬ এবং ৭ই আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে হয়তো বিদেশে বা বাড়ি থেকে দূরে আপনার সম্মানহানি ঘটতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনও কথা বলার আগে বা কোনও বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করার আগে একটু বুঝে নেবেন।
বৃশ্চিক রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ১৬, ১৭ এবং ১৮ই আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো এমন কিছু করে ফেলবেন যার জন্য আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, একটু সতর্ক থাকবেন।
অবশ্য আগামী ১লা আগস্ট বিবাহ অথবা বিবাহের দিনক্ষণ নির্ধারণ, বিশেষ পূজাপাঠ ইত্যাদি করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এছাড়া আগামী ২১, ২২, ২৮ এবং ২৯শে আগস্ট ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন:
- পূজার্চনা, অন্নপ্রাশন, গাত্রহরিদ্রা
- দীক্ষাগ্রহণ, দীক্ষাদান, পুণ্যা
- নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা
- ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন
- ঔষধ গ্রহণ ও সেবন, কুমারী নায়িকাতত্ত্ব, শিশুর নামকরণ
- গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ ইত্যাদি।
আশা করি অবশ্যই সফল হবেন।
সার্বিক প্রতিকার এবং টোটকা
বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে বাছুরসহ গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিলে দেখবেন সময়টি ক্রমশ আপনার অনুকূল হয়ে উঠছে এবং ধন-ঐশ্বর্য বৃদ্ধি পাবে, সেই সঙ্গে প্রায় সর্বক্ষেত্রেই সফল হবেন
শুভ রং, সংখ্যা ও বিশেষ পূজা
বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাদের জন্য:
- শুভ রঙ: গোলাপী এবং হলুদ
- শুভ সংখ্যা: ৩ এবং ৭
- শুভ দিন: রবিবার এবং বৃহস্পতিবার
এছাড়া, সবসময় একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
জয় মা।