বৃশ্চিক রাশি
এখন বলব বৃশ্চিক রাশি অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার ও টোটকা। এ মাসের শুরু থেকেই নিজের কর্মদক্ষতা দ্বারা নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসাশাস্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তির যশ, খ্যাতি বৃদ্ধি সহ সামাজিক প্রতিষ্ঠা এবং আর্থিক উন্নতি সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কেউ পেতে পারেন দাদু-ঠাকুমার সম্পত্তি অথবা পৈতৃক সম্পত্তির ভাগ। তবে ভ্রাতা-ভগিনী এবং মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। যারা গৃহকর্মে হাত দিয়েছেন অথবা প্রোমোটিং ইত্যাদি করছেন, তারা হয়তো নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে সমস্ত বাধা-বিঘ্ন দূর হওয়ার সম্ভাবনা প্রবল।
বিদ্যার্থীদের বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা উচ্চ বিদ্যা অর্থাৎ মাস্টার ডিগ্রি অথবা পিএইচডি করছ, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। চেষ্টা করলে কেউ কেউ আবার স্কলারশিপ বা ওই ধরনের অনুদান পেয়ে যেতে পারো। অবশ্য কিছু জ্ঞাতিশত্রু হিংসায় নানাভাবে বাধা-বিঘ্ন সৃষ্টি করতে পারে। একটু সতর্ক থেকো এবং মাথা ঠান্ডা রেখে নিজের সাবজেক্টে ফোকাস করো, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে ভাগ্যের উত্থান-পতন লেগেই থাকে, তাই এরা প্রায়শই বলে থাকেন বৃশ্চিক রাশি অভাগা রাশি, কিন্তু অনেকেই হয়তো জানেন না আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী বৃশ্চিক রাশির জাতক। কাজেই বুঝতেই পারছেন, একটু চেষ্টা করলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকা উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারেন। অবশ্য এক্ষেত্রে জন্মকালীন এবং তৎকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান অনুকূল হওয়া বাঞ্ছনীয়। অবশ্য অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, বৃশ্চিক রাশির জাতক-জাতিকার বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাবান তথা সুউচ্চ কর্মসংস্থান ঘটে থাকে। এ মাসে বৃশ্চিক রাশির কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদির পদোন্নতি তথা মনোমতো জায়গায় বদলির সম্ভাবনা প্রবল। অর্থাৎ, বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময়মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই দ্বিতীয়বার আমার ভিডিওগুলো দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৪০০-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন। আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ১, ২ এবং ৩রা সেপ্টেম্বর, ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলোতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলোতে কারো সঙ্গে ইয়ার্কি-ঠাট্টা অথবা কোনো ধরনের সমালোচনা করবেন না। এবং ২৯ এবং ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ কোনো পুরুষের সঙ্গে একান্তে কোথাও যাবেন না, কারণ ওই দিনগুলোতে আপনার চরিত্র হননের সম্ভাবনা রয়েছে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলোতে প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন।
অবশ্য এ মাসের ৪টি দিন অর্থাৎ আগামী ১৭, ১৮, ২৪ এবং ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন: ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ বিশেষ পূজা-পাঠ, দীক্ষাগ্রহণ; ২৫শে সেপ্টেম্বর সাধারণ পূজা-পাঠ। কিন্তু আগামী ১৮ এবং ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ নিজের শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: বিশেষ পূজার্চনা, শিশুর নামকরণ, মুখ্যান্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদিপশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয়, দীক্ষাদান, দীক্ষাগ্রহণ, কুমারী নায়িকাভেদন, শান্তিস্বস্ত্যয়ন, শিল্প, বাণিজ্য আরম্ভ, বিপণ্যারম্ভ, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণদান, ঋণগ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। মনে রাখবেন, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটি জেনে নিতে ভুলবেন না। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তি সরাসরি এসে জেনে যেতে পারেন অথবা আমার ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন। মোবাইল নাম্বার এবং ওয়েবসাইট আইডি স্ক্রিনে দেওয়া আছে।
নিঃশুল্ক প্রতিকার
বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ গরুকে পবিত্র খাবারসহ গুড় এবং রুটি, সেইসঙ্গে জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম ধন-সম্পদের অভাব দেখতে হবে না।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা ৩ এবং ৭, শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার। এ ছাড়া, সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিঘ্ন দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সরাসরি এসে জেনে যেতে পারেন।
লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।