কুম্ভ রাশি – আগস্ট ২০২৫: মাসিক রাশিফল সহ নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ২০২৫ সালের আগস্ট মাসে কুম্ভ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার ও টোটকা।

এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শনির সাড়েসাতির তৃতীয় চরণ চলছে। কাজেই একটু সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন এবং যতটা সম্ভব তঞ্চকতা থেকে দূরে থাকুন। কারণ এখন যদি আপনি সত্যনিষ্ঠার পথে চলেন, তাহলে কিছুদিনের মধ্যেই যখন শনির সাড়েসাতির কবল থেকে মুক্তি পাবেন, তখন নানা ধরনের প্রাপ্তি ঘটবে আপনার জীবনে, যা আজকে আপনি ভাবতেও পারছেন না। তাই আবার বলছি, ধর্মনিষ্ঠার পথে চলুন, সত্যের পথে চলুন।

আগস্ট মাসে কুম্ভ রাশির পূর্বাভাস

মাসের শুরুতে শারীরিক অসুস্থতার দরুন নানা কাজে বাধা এবং অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে আপনার সন্তান শারীরিকভাবে দুর্বল থাকলেও তার সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে। কিছু জাতক-জাতিকার জীবনে হঠাৎই অনাবশ্যক কিছু ধন প্রাপ্তি ঘটতে পারে।

কিছু জাতক-জাতিকা লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হতে পারেন, তবে ওই ধরনের তেমন কোনো প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি না। আপনার ইচ্ছা হলে আপনি লটারি টিকিট কাটতেই পারেন, তবে এতে আপনার অকারণ অর্থ ব্যয় হতে পারে, লাভের লাভ কিছুই হবে না।

কর্মস্থলে কিছু ভাতৃসম ব্যক্তির অসুস্থতার কারণে অথবা কোনও ব্যক্তি হয়তো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাকে সাহায্য করতে গিয়েও আপনার কিছু অর্থ ব্যয় ঘটতে পারে। তবে একথা সত্যি, কে কখন কার দ্বারা উপকৃত হয়, তা কেউ বলতে পারে না। তাই কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করবেন। কী জানে, হয়তো আগামী দিনে ওই ব্যক্তির দ্বারা আপনি নানাভাবে উপকৃত হতে পারেন।

যারা গৃহনির্মাণ কাজে হাত দিয়েছেন, তারা হয়তো মাঝেমধ্যেই নানা ব্যক্তির দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছেন। চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন। আগামী ১৪ই আগস্ট ২০২৫ থেকে এই সমস্ত বাধা ক্রমশ দূর হতে থাকবে

অনুসন্ধানে লক্ষ্য করেছি, কুম্ভ রাশির জাতক-জাতিকার শত্রু কখনোই দীর্ঘস্থায়ী হয় না। শত্রুতা করে ঠিকই, কিন্তু সে অনেক সময় বন্ধুসম আচরণও করে থাকে। এই মুহূর্তে কিছু জাতক-জাতিকার জীবনে তৃতীয় ব্যক্তি আসার কারণে জীবনসঙ্গী (স্বামী-স্ত্রী) তথা প্রেমিক-প্রেমিকার মধ্যে মনোমালিন্য চলতে পারে। চিন্তা করবেন না, আগামী ১৬ই আগস্টের পর ক্রমশ আপনাদের এই সমস্যা দূর হতে পারে। সকল জাতক-জাতিকাকে বলব না, তবে কুম্ভ রাশির কিছু জাতক-জাতিকা গুপ্ত সম্পর্ক থেকে দূরে থাকুন, অন্যথায় নানা অশান্তিসহ সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে।

কিছু জাতক-জাতিকার নানাভাবে ভাগ্যোদয়সহ আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। এই মাসে কুম্ভ রাশির জাতক-জাতিকার জীবনে মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা প্রবল।

শুভ-অশুভ দিন ও প্রতিকার

কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ৫, ৬ এবং ৭ই আগস্ট ২০২৫ কোন বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবেন না, কারণ ওই দিনগুলি আপনার জন্য অত্যন্ত অশুভদায়ক এবং নিষ্ফলা। এতে আপনি মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন।

কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ১৮, ১৯ এবং ২০শে আগস্ট ২০২৫ নিজের মনকে শান্ত রাখবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে অর্থ প্রাপ্তিতে বাধা আসতে পারে। বিশেষ করে যারা শেয়ার বাজার বা এই ধরনের কোনও ব্যবসার সাথে যুক্ত, তারা এই দিনগুলিতে সামঞ্জস্য রেখে টাকা বিনিয়োগ করবেন, কারণ ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল

তবে আগামী ১লা আগস্ট বিবাহ, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, বিশেষ পূজাপাঠ ইত্যাদির জন্য অত্যন্ত শুভদায়ক। এবং আগামী ২১, ২২, ২৮ এবং ২৯শে আগস্ট ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারেন। যেমন:

  • অন্নপ্রাশন, গাত্রহরিদ্রা, দীক্ষাগ্রহণ, দীক্ষাদান, পুণ্যা
  • নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, ধান রোপণ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ
  • সম্পত্তি ক্রয়-বিক্রয়, শিশুর নামকরণ, গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ ইত্যাদি।

আশা করি অবশ্যই সফল হবেন।

সার্বিক টোটকা ও প্রতিকার

কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে কুকুরকে খেতে দিন দুধ এবং রুটি। এবং বাছুরসহ গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিলে দেখবেন সময়টি ক্রমশ আপনার অনুকূল হয়ে উঠছে এবং ধন-ঐশ্বর্য বৃদ্ধি পাবে। জীবদ্দশায় কোনওরকম অর্থের অভাব দেখতে হবে না।

শুভ রং, সংখ্যা ও বিশেষ পূজা

কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য:

  • শুভ রঙ: সাদা এবং লাল
  • শুভ সংখ্যা: ২ এবং ৫
  • শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার

এছাড়াও, সবসময় একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা দক্ষিণা কালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।

আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে। জয় মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top