নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ২০২৫ সালের আগস্ট মাসে কন্যা রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে থাকছে কিছু কার্যকরী প্রতিকার এবং টোটকা।
আগস্ট মাসে কন্যা রাশির পূর্বাভাস
শারীরিক তথা মানসিক দিক থেকে একটু বাধাগ্রস্ত হতে পারেন। অর্থাৎ সহজে কোনও কাজে মন লাগবে না, শরীর থাকবে অত্যন্ত দুর্বল। কিন্তু ১৩ই আগস্ট ২০২৫ থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠবেন এবং নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে এনে দিতে পারে সামাজিক প্রতিষ্ঠা। বিশেষ করে শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, আইনজ্ঞ এবং শিক্ষক-শিক্ষিকার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, তবে এ মাসের ১৪ তারিখের পর।
কিছু জাতক-জাতিকার ভাই-বোনের সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে নানা উন্নতির সম্ভাবনা আছে। বন্ধুর স্থানীয় কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি, আবার কোনো জাতক পেতে পারেন শ্বশুরালয় থেকে স্থাবর বা অস্থাবর সম্পত্তির ভাগ। কিন্তু শিক্ষার্থীদের মনোনিবেশে বারবারই বাধা আসতে পারে, বিশেষ করে প্রণয় ঘটিত সম্পর্কের কারণে।
কিছু জাতক-জাতিকার সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে, এর ফলে কারো নানাভাবে ভাগ্যোদয় হতে পারে, কিন্তু একই সাথে চরিত্র হননের সম্ভাবনাও দেখা যেতে পারে। কন্যা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, এই মুহূর্তে কোনও পুরুষের সাথে একান্তে নির্জনে কোথাও যাবেন না, বিপদে পড়তে পারেন।
কিছু জাতক-জাতিকার নতুন কর্মসংস্থান আবার কারো কর্মস্থলেই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, অর্থাৎ কর্মস্থল থেকে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। একথা সত্যি, আপনি খুব ধীরস্থির মনের মানুষ, কিন্তু ভাগ্যচক্রে হঠাৎই কোনও গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ফলে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারেন। তাই সতর্ক থাকবেন এবং যেকোনো পদক্ষেপের পূর্বে ভালোভাবে বুঝে নেবেন।
শুভ-অশুভ দিন ও প্রতিকার
কন্যা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ৩, ৪ এবং ৫ই আগস্ট ২০২৫ নিজের মনকে শান্ত রাখবেন। কারণ ওই দিনগুলিতে আপনার আর্থিক উন্নতিতে নানা ধরনের বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। এছাড়া এ মাসের শেষে অর্থাৎ ৩০ এবং ৩১শে আগস্ট আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কোনও কথা বলার আগে এবং কোনও কাজে নিজেকে নিয়োজিত করার আগে ভালোভাবে বুঝে নেবেন।
কন্যা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ১৮, ১৯ এবং ২০শে আগস্ট ২০২৫ সতর্ক থাকবেন। বিশেষ করে যেকোনো নারীর থেকে একটু দূরত্ব বজায় রাখবার চেষ্টা করবেন। কোনও ধরনের ইয়ার্কি-ঠাট্টা, সমালোচনা, প্রেমাবেগ ইত্যাদির থেকে নিজেকে আলাদা রাখবেন, অন্যথায় সম্মানহানি ঘটতে পারে।
অবশ্য আগামী ১লা আগস্ট বিবাহ, ২১শে আগস্ট দীক্ষা, ২২শে আগস্ট বিশেষ পূজা-পাঠ করতে পারেন। এছাড়া ২৮ এবং ২৯শে আগস্ট ২০২৫ এর শুভক্ষণে শিশুর নামকরণ, অন্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, পূজাপাঠ, গ্রহপূজা, শান্তিস্বস্ত্যয়ন, সীমন্তায়ন, কারখানা আরম্ভ, শিল্প ও বাণিজ্য আরম্ভ, কুমারী নায়িকাতত্ত্ব, নবশয্যা উপভোগ, দেবতা গঠন, বাহন ক্রয়-বিক্রয়, গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাধভক্ষণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
সার্বিক টোটকা ও প্রতিকার
কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা পায়রাকে পবিত্র ভাঙা গম এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনওরকম অর্থের অভাব অনুভূত হবে না।
শুভ রং, সংখ্যা ও বিশেষ পূজা
কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য:
- শুভ রঙ: সাদা এবং হলুদ
- শুভ সংখ্যা: ২ এবং ৭
- শুভ দিন: বৃহস্পতিবার এবং শুক্রবার
এছাড়া, সবসময় একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
আপনার গুরুত্তপূর্ণ মন্তব্য ম্যাসেজ বক্সে লিখে জানানলে আমি অত্তন্ত্য প্রভাবিত এবং অনুপ্রানিত হব দয়াকরে আপনার মন্তব্য লিখিত ভাবে জানান এবং বিশেষ প্রয়োজণ অর্থাৎ এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য কল করুন মোবাই্ল – ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
আগস্ট মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
জয় মা।